HC: এসএসসি-র নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিয়েছিল আদালত। নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না। তাঁদের ছাড়াই সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া এমনটাই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েই করতে হবে নিয়োগ প্রক্রিয়া, এসএসসি ও রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত। তবে স্কুল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছিল, ‘চিহ্নিত অযোগ্যরা’ নিয়োগে সুযোগ না পেলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও এসএসসি। বুধবার সেই মামলার শুনানি ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কোনো যুক্তিই ধোপে টিকল না। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জানিয়ে দেওয়া হল নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন না ‘চিহ্নিত অযোগ্যরা’।
চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করেছিল কমিশন এবং রাজ্য। তাদের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্যদের নিয়ে সুস্পষ্টভাবে কিছু করা হয়নি। তাই তাদের নিয়োগে অংশ নিতে কোনও বাধা নেই। এমনকী তাঁদের পরীক্ষায় বসতে না দেওয়া হলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে বলেও সওয়াল করেছিল কমিশন।
তবে এসএসসি পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সুপ্রিম কোর্ট অযোগ্যদের বেতন ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। তখন তাদের পরীক্ষায় বসতে না দিলে অযোগ্যদের মৌলিক অধিকার খর্ব করা হবে।