রাজ্য নির্বাচন কমিশনের জারি করা পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা করার সময় পর্যাপ্ত নয়। বিরোধীদের দায়ের করা একাধিক মামলার প্রেক্ষিতে এমনই জানাল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি সোমবার।
আদালত জানিয়েছে নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল আদালত। নির্বাচন সুষ্ঠু করার জন্য বলা হয়েছে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘন্টা বেজেছে। ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। ৮ জুলাই, ২০টি জেলা পরিষদ, ৩৪১ টি পঞ্চায়েত সমিতি এবং ৩ হাজার ৩১৭ টি গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। ভোট গণনা হবে ১১ জুলাই।
রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমার সময়সীমা দেওয়া হয়েছে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। আর, এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে মনোনয়ন জমা দেওয়া যাবে।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর, উদ্বেগ তৈরি হয়েছে মনোনয়ন দাখিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে।
ভোট ঘোষণার পরই বিরোধী দলনেতা বলেছিলেন একতরফা ঘোষণায় গণতন্ত্রের হত্যা হয়েছে। তবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমরা প্রস্তুত আছি। এদিকে জানা যাচ্ছে, ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে যায় বিরোধীরা।