শহরে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, একের পর এক গাড়িতে ধাক্কা বাসের

ফের শহরে ভয়াবহ বাস দুর্ঘটনা( Bus Accident) বিদ্যাসাগর সেতুতে। ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা বাসের। আহত বেশ কয়েকজন।  অফিসের ব্যস্ত সময়ে ভয়াবহ পথ-দুর্ঘটনা। মঙ্গলবার…

india pakistan war stopped

ফের শহরে ভয়াবহ বাস দুর্ঘটনা( Bus Accident) বিদ্যাসাগর সেতুতে। ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা বাসের। আহত বেশ কয়েকজন।

 অফিসের ব্যস্ত সময়ে ভয়াবহ পথ-দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ব্রেক ফেল করে সেতুর উপরেই একের পর এক গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সকালে ধূলাগড়-নিউটাউন রুটের বাস ঝড়ের গতিতে আসছিল। সেই সময়ই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে  দু-একটি প্রাইভেট গাড়িতে। তারপর আরও একটি ‘ছোট হাতি’ গাড়ির পিছনে ধাক্কা মারে। নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের উপরেই উল্টে যায় সেই ছোট মালবাহী গাড়ি।

   
Advertisements

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি  kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।