সোমবার সারা রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হতেই কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। আজ গোটা রাজ্যে সাত কেন্দ্রে ভোট চলছে আর সারা দেশে ৪৯ কেন্দ্রে ভোট রয়েছে। সকাল থেকেই টুকরো অশান্তির খবর পাওয়া গেলেও দুপুর গড়াতে না গড়াতেই আবার ভোটের চেনা ছবি ধরা পড়ল বাংলায়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলল গুলি, বোমার শব্দও শোনা গেল হাওড়ার লিলুয়ায়! স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার লিলুয়ার বজরঙবলী মার্কেট সংলগ্ন এলাকা। বুথের বাইরে গুলি, বোমার শব্দ শুনে প্রাণ হাতে যেদিকে পারে দৌড়ে যান ভোটাররা।
সূত্র মারফৎ আরও জানা গিয়েছে যে ডন বসকো গভর্নমেন্ট কোয়ার্টারে বুথের বাইরে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভোট দিতে আসা ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিশাল বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই বোমাবাজির পিছনে তৃণমূলকে দায়ী করেছেন বিরোধীরা। আবার এই ঘটনার দায় নিজেরদের কাঁধ থেকে ঝেড়ে বিজেপির কাঁধে দিয়েছে তৃণমূল।
এই ঘটনায় আপাতত এলাকা থমথমে রয়েছে। ভরদুপুরে এমন বোমাবাজি এবং গুলি চলার শব্দে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার পরেই ভোটে লাইন প্রায় নেই বললেই চলে, কিন্তু এত সুরক্ষা বলয়ের মধ্যে কী করে এই ঘটনা ঘটল সেই নিয়ে উঠেছে প্রশ্ন।