Loksabha election 2024: ভোটের দোরগোড়ায় ফের উত্তপ্ত আমডাঙা, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ভোটের মুখে ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল আমডাঙা। রাত পেরোলেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট, আর এইবার ব্যারাকপুরে প্রেস্টিজ ফাইটে পার্থ-অর্জুন। সেই যুদ্ধ শুরু হওয়ার আগেই…

bjp-west-bengal-bengal-bjp-may-appoints-female-state-president-key-leadership-update

short-samachar

ভোটের মুখে ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল আমডাঙা। রাত পেরোলেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট, আর এইবার ব্যারাকপুরে প্রেস্টিজ ফাইটে পার্থ-অর্জুন। সেই যুদ্ধ শুরু হওয়ার আগেই বোমাবাজির ঘটনার খবর পাওয়া গেল। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ।শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়।

   

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, মাঝরাতে আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের ১৬৮ নম্বর বুথ এলাকায় বিজেপি নেতা মহম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে ৪-৫টি বোমা ছোড়া হয়। যার জেরে বাড়ির কাচ ভেঙে পড়ে। বাড়ির মালিক আবু হেনার অভিযোগ, সিপিএম ছেড়ে এখন বিজেপি করেন তিনি। এলাকার মানুষ এটা মেনে নিতে পারছেন না।

এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। ভোটের আগে তাঁদেরকে ভয় দেখানোর জন্যই এইসব করা হচ্ছে। তবে পাল্টা তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নেতৃত্বের দাবি, এখানে বোমাবাজির সংস্কৃতি ছিল না। এটা বিজেপি সংস্কৃতি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই আমডাঙা এলাকায় একটা বিরাট অংশের ভোট রয়েছে তৃণমূলের। সেই ভোট বাঙ্কে কি ভাগ বসাতে পারবে বিজেপি? প্রসঙ্গত কিছুদিন আগেই তৃণমূলের এক নেতাকে বেধড়ক মারধরের ঘটনা সামনে এসেছিল। গতকাল রাতে বোমাবাজির ঘটনা আবারও নাগরিক নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড় করালো।