Pandua:অভিষেকের সভার আগে বোমা ফেটে উড়ে গেল এক কিশোরের হাত

ভোটের মধ্যে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটল এই রাজ্যে। হুগলির পাণ্ডুয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে এবং…

ভোটের মধ্যে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটল এই রাজ্যে। হুগলির পাণ্ডুয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও দুই কিশোর। আহত কিশোরের মধ্যে একজনের হাত উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত আজ সোমবার হুগলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভা রয়েছে। সেই সভার আগে এইরকম বোমা ফাটার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েক জন কিশোর। তারপরেই একটা বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। স্থানীয় লোকেরা ছুটে এসে দেখে আহত অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর। সঙ্গে সঙ্গে তাদের পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে তাদের ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। অপর দুই কিশোরের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস( ১১)। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পান্ডুয়ায় মামার বাড়িতে এসেছিল সে। আহত কিশোরদের মধ্যে এক জনের নাম রূপম বল্লভ। অন্য জনের নাম সৌরভ চৌধুরী।

   

যদিও এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আজকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বাম এবং বিজেপি তৃণমূলকে তোপ দেগেছে।বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই বিষয়ের তীব্র নিন্দা করেছেন। সিপিএমের তরফে এই ঘটনাকে নিন্দনীয় বলে কটাক্ষ করা হয়েছে।