Murshidabad: ভোটের মুখে ফের বিস্ফোরণ, উড়ে গেল এক ব্যক্তির হাত

লোকসভা ভোটের মুখে আবারও ঘটল বিস্ফোরণ। মুর্শিদাবাদে বিস্ফোরণে এক ব্যক্তির কবজির নীচ থেকে হাত উড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মাঠে কাজ করতে…

blast in telangana representative image

লোকসভা ভোটের মুখে আবারও ঘটল বিস্ফোরণ। মুর্শিদাবাদে বিস্ফোরণে এক ব্যক্তির কবজির নীচ থেকে হাত উড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মাঠে কাজ করতে কোঁদাল চালানোর সময় মারাত্মক বিস্ফোরণের শব্দ হয়। আলের পাশে ওই আহত ব্যক্তি কোঁদাল দিয়ে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

মুর্শিদাবাদের দৌলতাবাদের চোয়াডাঙার ঘটনাটি ঘটেছে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা।

   
Advertisements

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিস্ফোরণস্থলে তল্লাশি চালিয়ে আলের শেষ প্রান্ত থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় আবারও একবার প্রশ্নের মুখে পড়ল রাজ্য প্রশাসন। বিরোধী বারবার অভিযোগ করে এসেছে রাজ্য নাকি বারুদের স্তূপে পরিণত হয়ে উঠেছে। আজকের ঘটনা কিন্তু সেই দিকেই আঙুল তুলল।