Netaji Subhash Chandra Bose : নেতাজীর জন্মদিবসে ৫০০ কম্বল বিতরণ করলেন ৬৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাম্মি জাহান

কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্ম বার্ষিকী। রবিবাসরীয় সকালে ছুটির মেজাজেই দেশের বীর পুত্রের…

Netaji Subhash Chandra Bose

কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্ম বার্ষিকী। রবিবাসরীয় সকালে ছুটির মেজাজেই দেশের বীর পুত্রের জন্মদিন পালন করার পাশাপাশি এলাকায় দুঃস্থ মানুষকে ৫০০ কম্বল বিতরণ করলেন এলাকার পৌরমাতা শাম্মি জাহান।

নেতাজী সুভাষ চন্দ্র বসু একজন জাতীয় ও আন্তর্জাতিক নায়ক । বাংলা থেকে তাঁর উত্থান ভারতীয় ইতিহাসে এক অমূল্য গাথা। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্বে, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। নেতাজী সুভাষ চন্দ্র বসু প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছেন। আগামী দিনেও থাকবেন। রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে তাঁর জন্মজয়ন্তী।

   

করোনা অতিমারি সত্বেও উৎসাহের অন্ত ছিল না মানুষের। প্রত্যেকের কাছেই এই দিনটির গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে আগত সকলেই এদিন মাস্ক পরে, করোনা-বিধি মেনে উপস্থিত ছিলে। পৌরমাতা শাম্মি জাহান জানান, ‘দেশে বহু নেতা আছেন কিন্তু নেতাজী সুভাষ চন্দ্র বসু একজনই।’ বাংলার ট্যাবলো বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবার বাংলার ট্যাবলো বাতিল করে শুধু যে বাংলার অপমান করা হয়েছে তাই নয়, নেতাজী সুভাষ চন্দ্র বসুকেও অপমান করা হয়েছে।’

পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা ফারজানা চৌধুরী ছাড়াও এলাকায় বিশিষ্ট জনের উপস্থিতিতে এদিন পালিত হয় নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকী।