হাওড়ার পর কলকাতায় ব্যবসায়ী শৈলশের ফ্ল্যাটে অভিযান। শৈলেশের স্ট্যান্ড রোডের বাড়িতে হানা দিল তদন্তকারী অফিসাররা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে তদন্তে উঠে এসেছে ১৩৪ কোটি টাকার বেআইনি (black money) লেনদেনে জড়িত হাওড়ার শিবপুর নিবাসী এই ব্যবসায়ী। শৈলেশ পলাতক। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।
শিবপুরের শৈলেশ পাণ্ডের বাড়ি থেকে কালো টাকা উদ্ধার করেছে পুলিশ। ৮ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। শৈলেশের ১৭ টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে সমস্ত অ্যাকাউন্ট থেকে ১৩৪ কোটি টাকা লেনদেনের হিসেব মিলেছে।
পুলিশ সূত্রে খবর, একাধিক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির সঙ্গে সুক্ত ছিল শৈলেশ। গার্ডেনরিচের আমির খানের মতোই প্রতারণার ফাঁদ তৈরি করেছিল শৈলেশ। চিট ফান্ডের আদলেই অ্যাপ ‘চেন’ পদ্ধতিতে অনলাইন জালিয়াতিতে হাত পাকিয়েছিল ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে ও তার দুই ভাই অরবিন্দ, রোহিত।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে বিপুল লেনদেনের অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা ও হাওড়া পুলিশ। বিদেশ থেকে আসা টাকাই পাচার করত দুই ভাই।