BJP-র মহিলা মোর্চার ‘তালাবন্ধ কর্মসূচি’-কে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক কর্মসূচি করে চলেছে রাজ্য বিজেপি (BJP)। শ্যামবাজারের পর এবার ধর্মতলায় টানা সপ্তাহব্যাপী ধর্না অবস্থান কর্মসূচি শুরু করেছে রাজ্য…

আরজি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক কর্মসূচি করে চলেছে রাজ্য বিজেপি (BJP)। শ্যামবাজারের পর এবার ধর্মতলায় টানা সপ্তাহব্যাপী ধর্না অবস্থান কর্মসূচি শুরু করেছে রাজ্য বিজেপি। এর পাশাপাশি প্রতিবাদ মিছিল তো চলছেই। এরই মধ্যে এবার আজ অর্থাৎ শুক্রবার পথে নামল বিজেপির মহিলা মোর্চা। তাঁরা পথে নেমেছে মহিলা কমিশন ঘেরাও অভিযানে।

কথা ছিল, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত বিজেপির মহিলা মোর্চা প্রথমে একটি প্রতিবাদ মিছিল করবে তারপর সেখান থেকে সোজা রাজ্য মহিলা কমিশনের দফতরে গিয়ে ঘেরাও এবং তালাবন্ধ কর্মসূচি পালন করবে। কিন্তু অতদূর যাওয়ার আগে মিছিল শুরুর মুখেই করুণাময়ীতে শুরু হয় পুলিশের ধরপাকড়। অন্যদিকে নিক্কো পার্কের কাছে লকেট চট্টোপাধ্যায়কে আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি। এর মধ্যে বৃষ্টি মাথায় নিয়েই রাজ্য মহিলা কমিশনের অফিসার সামনে ধর্নায় বসে পড়েন তারা।

   

সেইসঙ্গে আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করে রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই অভিযান শুরু করেছিলেন বিজেপির মহিলা মোর্চারা। সেই মিছিল থেকেই লোকসভার প্রাক্তন সদস্য লকেট চট্টোপাধ্যায় বলেন, “মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছেন, যত বাধা দেবে আমরা তত এগিয়ে যাবো।”

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য অগ্নিমিত্রা পালের ব্যক্তব্য, “ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” অন্যদিকে দেবশ্রী চৌধুরীও সেই মিছিল থেকেই বলেছেন, “রাজ্য মহিলা কমিশনের অস্তিস্থ দেখছি না।” তবে রাজ্য মহিলা কমিশনের সামনে পুলিশের ব্যারিকেট থাকার পরেও আন্দোলন জারি রেখে লকেট চট্টোপাধ্যায় কমিশনের মূল গেটে প্রতীকী তালা লাগিয়ে কমিশনের ভেতরে অগ্নিমিত্রা, লকেট সহ বিজেপির ৫ জন মহিলা প্রবেশ করেন।