আরজি করের ঘটনার সত্যতা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ, কলকাতায় তুমুল বিক্ষোভ শুরু BJP-র

যত সময় এগোচ্ছে ততই আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদের তীব্রতা ততই বাড়ছে। মঙ্গলবারের পর আজ বুধবারও দেশজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন…

যত সময় এগোচ্ছে ততই আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদের তীব্রতা ততই বাড়ছে। মঙ্গলবারের পর আজ বুধবারও দেশজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন চিকিৎসকরা। দিল্লি, এইমস-সহ একাধিক হাসপাতালের ওপিডি-র কাজ ব্যাহত হয়েছে। এসিকে এরই মাঝে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) কর্মীরা।

আজ নানা রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে চিকিৎসকদের বিক্ষোভে সরগরম হয়েছে রয়েছে কলকাতা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জেলা। এদিকে এই ঘটনার প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, “আজ যা কিছু হচ্ছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জন্য। ঘটনার সত্যতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আবেদন করতে চাই, প্রকৃত অভিযুক্তকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হোক।”

   

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই মামলার তদন্ত করছে সিবিআই। আজ আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকদের আন্দোলনে সামিল হবেন তৃণমূল সাংসদরাও। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ) সহ অন্যান্য আবাসিক চিকিৎসকদের সংগঠনের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাকর্মীদের উপর হামলা রুখতে কেন্দ্রীয় আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ইতিমধ্যেই শুরু হয়েছে সিবিআই তদন্ত।

শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে জঘন্য অপরাধে অভিযুক্ত সঞ্জয় রায়কে মেডিক্যাল পরীক্ষার জন্য কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে আসে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই মামলাটি গ্রহণ করে এবং দিল্লি থেকে একটি বিশেষ মেডিকেল ও ফরেন্সিক দল কলকাতায় পাঠানো হয়েছে।