BJP: দলের ভরাডুবিতে ‘গর্দভসুলভ সৌজন্য’ খুঁজে পেলেন তথাগত রায়

News Desk: কলকাতা পুরনিগম ভোটে বিজেপি তিন নম্বরে নেমে যাওয়ার পর প্রবীণ নেতা তথাগত রায় টুইটে লিখেছিলেন যা বলার বুধবার বলব। অপেক্ষার অবসান। তিনি দলের…

dilip ghosh attacks Tathagata roy

News Desk: কলকাতা পুরনিগম ভোটে বিজেপি তিন নম্বরে নেমে যাওয়ার পর প্রবীণ নেতা তথাগত রায় টুইটে লিখেছিলেন যা বলার বুধবার বলব। অপেক্ষার অবসান। তিনি দলের পরাজয়ের বিশ্লেষণে লিখেছেন “গর্দভসুলভ ‘সৌজন্য’।”

কেন এমন লিখলেন তথাগতবাবু ? তাঁর ফেসবুক পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন রাজ্যপাল লিখেছেন:
“একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, course correction করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না। তৃণমূল দলটার চরম অসাধুতার প্রকাশ এইখানে, যে তারা জানত তারা ভালভাবেই জিতবে, কিন্তু তা সত্ত্বেও তারা গুন্ডামি, বদমায়েশি, ছাপ্পা করেছে, পুলিশকে দিয়ে দলদাসের মতো আচরণ করিয়েছে। কিন্তু এটা বিজেপির পক্ষে আত্মবিশ্লেষণ না করার কোনো কারণ হতে পারে না।

   

বস্তুত বিজেপির শতাংশের হিসেবে তৃতীয় স্থানে নেমে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। বিধানসভা নির্বাচনে যে বিপর্যয় হয়েছিল এটা তারই প্রসারণ। যদি দল তার পরে আত্মানুসন্ধান করত এবং যে অসৎ-লম্পট চক্র এর জন্য দায়ী তাকে নির্মমভাবে অপসারণ করত তাহলে কর্মীরা উজ্জীবিত হত, পুরসভার ফল এর চেয়ে অনেক ভাল হতে পারত। কিন্তু তার বদলে হয়েছে ‘তিন থেকে সাতাত্তর’, তৃণমূলের শয়তানির উপর সব দোষ চাপানো, এবং সবশেষে এক গর্দভসুলভ ‘সৌজন্য’।

ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, “নাসতো বিদ্যতে ভাবঃ নাভাবো বিদ্যতে সতঃ” (ভগবদ্গীতা ২:১৬)। তৃণমূলের মত কাটমানি-সিন্ডিকেট-দুর্নীতিতে নিমজ্জিত অসৎ দল কখনো টিকতে পারে না। শুধু তার জায়গা নেবার কেউ নেই বলেই এখনো তারা দাপিয়ে যাচ্ছে। হিন্দু বাঙালির কি যে হবে !”