ভোটের দিন বিপদে পড়লে এক ফোনেই চটজলদি সমাধান, জানুন হেল্প লাইন নম্বর

আগামী শনিবার রয়েছে লোকসভা কেন্দ্রের সপ্তম দফার ভোট গ্রহণ। সেই শেষ দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই চেষ্টাই করছে নির্বাচন কমিশন। এর মধ্যেই অভিনব উদ্যোগ…

bjp start helpline number

আগামী শনিবার রয়েছে লোকসভা কেন্দ্রের সপ্তম দফার ভোট গ্রহণ। সেই শেষ দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই চেষ্টাই করছে নির্বাচন কমিশন। এর মধ্যেই অভিনব উদ্যোগ নিল মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ভোটারদের সাহায্য করার চালু করলেন একটি হেল্প লাইন নম্বর।

Advertisements

মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশঙ্কা করছেন আগামীকাল ভোটের দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বেশ কিছু জায়গায় ভোটের দিন গণ্ডগোল হতে পারে। তাই আগেভাগে সতর্ক থাকতে চাইছেন তিনি।সেই প্রেক্ষিতে টো ফ্রি নম্বর চালু করা হয়েছে। ভোট লুট ও সন্ত্রাস রুখতে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ফোন করে সেই নম্বরে অভিযোগ জানাতে পারেন যে কেউ। অশোকবাবুর দাবি, বহিরাগত দুষ্কৃতীরাও এলাকায় ঢুকতে পারে। গোলমাল করতে পারে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনার করার ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট নন।

Advertisements
   

তিনি ভোটের আগের দিন সাংবাদিক বৈঠকে জানান, ” আমি চাই বিজেপির লোকজন এবং ভোটাররা যাতে আগামিকাল নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও রকম অসুবিধায় পড়লে টোল ফ্রি ১৮০০-১২০-২৭৩ নম্বরে ফোন করবেন।” যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। হার নিশ্চিত জেনে বিজেপি এইসব করছে বলে দাবি তৃণমূলের।