Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। রামনবমীর পর হনুমান জয়ন্তী। কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তীতে মিছিলের আয়োজন করতে চেয়ে অনুমতির আবেদন করল হাইকোর্টে।
বিজেপি আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছেল করতে চায়। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে এই মিছিলের কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাইলেও তা মেলেনি। এরপরই অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। কলকাতা হাইকোর্ট মামলা করার অনুমতি দিয়েছে। জানা গিয়েছে বুধবার এই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
সম্প্রতি, রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে এই বছর রামনবমীর মতোই রাজ্যে হনুমান হয়ন্তীতেও মিছিল হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। রেড রোডে মিছিল করতে চায় বিজেপি। তাই তার অনুমতি চাইতে আদালতের দ্বারস্থ গেরুয়া শিবির।
উল্লেখ্য, রামনবমীতে হাওড়াতে জোড়া মিছিলের অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হউ বিজেপি। মামলা দায়ের হয় বিচারপতি ঘোষের এজলাসে। পুলিশের কাছে অনুমতি মেলেনি বলে অভিযোগ করে বিজেপি। এরপর আদালত থেকে শর্তসাপেক্ষে জোড়া মিছিলের অনুমতি মেলে।