‘মমতা দিদির ‘মমতা’ মরে গিয়েছে,’ তীব্র কটাক্ষ বিজেপি সাংসদের

আরজি কর-এর ঘটনা নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bist)। সেইসঙ্গে দিল্লির বুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে তিনি যা মন্তব্য…

mamata banerjee attacks dvc and centre over flood situation in west bengal

আরজি কর-এর ঘটনা নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bist)। সেইসঙ্গে দিল্লির বুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে তিনি যা মন্তব্য করলেন তা শুনে চমকে গিয়েছেন সকলে। সাংসদের কথায়, ‘মমতা দিদির মমতা মারা গিয়েছে।’

আজ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। এরপর আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ জানান, ‘মমতা দিদির মমতা মারা গিয়েছে। বাংলায় মা-বোনেরা আর নিরাপদ নন। এই আইনের কারণে আজ পশ্চিমবঙ্গের মানুষ অস্বস্তির সম্মুখীন হচ্ছেন। যে বাংলা তার সংস্কৃতির জন্য ভারতের গর্ব ছিল, আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাংলাদেশ নিয়েই আমাদের সবাইকে লজ্জায় ফেলে দিলেন।’

   

আরজি কর-এ মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্তকারী সিবিআই দল শনিবার ফের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছে। আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৪ আগস্ট রাতের ঘটনার পর প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগ রয়েছে। জানা গেছে, হিংসার রাত থেকে হাসপাতালের ৪২ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, ৩২ জন চিকিৎসকের পদোন্নতির খবরও রয়েছে।

একই সঙ্গে বলা হচ্ছে, ১০ জন চিকিৎসক দূরবর্তী স্থানে মোতায়েন করা হয়েছে, যেখানে তারা কর্মরত। কলকাতার আরজি কর হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় দেশজুড়ে আন্দোলন চলছে। এই ঘটনা যেন নতুন করে নির্ভয়ার স্মৃতি ফিরিয়ে এনেছে। শনিবার সকাল থেকে দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। অন্যদিকে, মহিলা চিকিৎসককে ধর্ষণের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে রবিবার অর্থাৎ ১৮ অগাস্ট সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে আইএমএ। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। অন্যদিকে ধর্ষণ মামলার কড়াকড়ি শুরু করেছে সিবিআই।