লোকসভা নির্বাচনে হেরেই বিয়ের পিড়িতে বাংলার বিজেপি বিধায়ক! সমাজমাধ্যমে হাসির বন্যা

লোকসভা নির্বাচনে গোহারা হেরেছেন! তাও কুচ পরোয়া নেহি। দলীর নেতৃত্বদের একহাত নিয়েছেন, তাতেও তাঁর বিশেষ কোনও পরিবর্তন হয়নি। লোকসভা নির্বাচনের সময় বেফাঁস মন্তব্য করে ফাঁপরে…

swapon majumder

লোকসভা নির্বাচনে গোহারা হেরেছেন! তাও কুচ পরোয়া নেহি। দলীর নেতৃত্বদের একহাত নিয়েছেন, তাতেও তাঁর বিশেষ কোনও পরিবর্তন হয়নি। লোকসভা নির্বাচনের সময় বেফাঁস মন্তব্য করে ফাঁপরে পড়েছিলেন! শুধু তাই নয়, তিনি দলীয় কোন্দলের শিকার হয়েছিলেন। সেই বারসাত লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এইবারে ছাদনাতলায়। হাসিমুখে বিয়ে সারলেন তিনি। সেই বিয়ের ছবি সমাজমাধ্যমে দেওয়ার পরে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে, তা সত্ত্বেও তিনি সেই সবের পাত্তা না দিয়ে, দিব্যি উপভোগ করলেন বিবাহ মরশুমে।

অন্তর্ঘাতেই হার দেবাংশুর? তৃণমূলের রিপোর্টে জলঘোলা কোলাঘাটে!

   

চল্লিশ পেরোনো এই বিজেপি বিধায়ক বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক। এইবার লোকসভা নির্বাচনে বিজেপি এই স্বপন মজুমদারকে বারাসাত কেন্দ্র থেকে লড়াই করানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তৃণমূলের কাকলি ঘোষদস্তিদারর কাছে তিনি গোহারা হেরে যান। জানা গিয়েছে, বনগাঁর আমলাপাড়ার বাসিন্দা তৃষা মিস্ত্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নতুন বউয়ের সঙ্গে সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন তিনি। সেই পোস্টের কমেন্টে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। অনেক নেট বাসিন্দা তাঁদের নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন। তবে বেশ কিছু মজার টিপ্পনীও রয়েছে।

ফের দুর্ঘটনা! হাওড়ায় ট্রেনের ইঞ্জিন থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া…

নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, “সামনের নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। স্ট্রং রুম ও গণনাকেন্দ্রেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। কাউকে ভয় পাবেন না। ধমকানো চমকানো পুলিশবাবাকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই পুলিশবাবাকে দিয়েই এনকাউন্টার করাব।” তবে সেই সব এখন অতীত। নতুন জীবন শুরু করার জন্য তিনি এগিয়ে গিয়েছেন। তবে এক নেটিজেন লিখেছেন, ” ভালোবাসা কখনো বয়স দেখে না। কাকু আর দিদি ভাই সেটা প্রমান করলো।” এছাড়াও আরও এক নেটিজেন লিখেছেন, ”মনটা ভালো হয়ে যেত, যদি বারাসত লোকসভা আসন বিজেপি জিতত।’’ তবে তিনি কোনও কিছুরই উত্তর দেননি।