মুখ্যমন্ত্রীর ডেঙ্গু পরিসংখ্যানের প্রতিবাদে বিধানসভায় মশারি নিয়ে বিজেপির হই হল্লা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ডেঙ্গু সংক্রমণ নিয়ে যে পরিসংখ্যান দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। Advertisements এদিন বিধানসভা বৈঠকে মুখ্যমন্ত্রী…

Malaria death rate has returned to pre-COVID levels, says WHO

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ডেঙ্গু সংক্রমণ নিয়ে যে পরিসংখ্যান দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

Advertisements

এদিন বিধানসভা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু নিয়ে বেশ কয়েকটি পরিসংখ্যান দেন। তার এই পরিসংখ্যানে ক্ষুব্ধ বিরোধীদল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে জানিয়েছেন, ” পাহাড় থেকে সুন্দরবন, কলকাতার কোনও এলাকা বাকি আছে? জাঞ্জাল পরিষ্কার করেনা। জমা জল সরায়না। যেমন মুখ্যমন্ত্রী তেমন মেয়র, দুটোই একই”। তারা প্রতীকী মশা, মশারী নিয়ে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে আসন।

   

বিজেপি বিধায়করা জানিয়েছেন, “যে ভাবে ডেঙ্গু প্রকোপ দেখা দিচ্ছে আজ সদনে ডেঙ্গু নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের কাছে যে তথ্য দিলেন, সেই তথ্য বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়”। তিনি আরো বলেন, ” উনি বলছেন মাত্র দুটো জেলাতে, উত্তর ২৪ পরগণা এবং নদীয়া জেলাতে ডেঙ্গু প্রকোপ সব থেকে বেশি”।

মুখ্যমন্ত্রী আজ ডেঙ্গু প্রসঙ্গে বলেন, যখন করোনা হচ্ছিল তখন ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে গিয়েছিল। গত দুবছর ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৪ হাজার ৪০১ জন। ডেঙ্গুতে মৃত্যুও অব্যাহত। এই পরিস্থিতিতে দাড়িয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে প্রতিবাদে বিরোধীদল।