বিজেপির দাবি, ভয় পেয়ে আজ সন্দেশখালির মহিলারা ব্রিগেটমুখী!

লোকসভা নির্বাচনের আগে বিজেপির মেগা সভাকে টেক্কা দিতেই আজ তৃণমূলের জনগর্জন সভার আয়োজন। আর সেই সভামুখী সন্দেশখালির মহিলারা। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একাধিকবার সংবাদের শিরোনামে…

TMC brigade

লোকসভা নির্বাচনের আগে বিজেপির মেগা সভাকে টেক্কা দিতেই আজ তৃণমূলের জনগর্জন সভার আয়োজন। আর সেই সভামুখী সন্দেশখালির মহিলারা। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে এই দীপাঞ্চলের নাম! সেখানে মহিলাদের উপর নির্মম অত্যাচারের বিষয়টিকে কেন্দ্র করে আন্দোলন করেছে বঙ্গ বিজেপি। এমনকী আজ রবিবারও তৃণমূলের ব্রিগেডের পালটা সন্দেশখালিতে সভা করবে বঙ্গ বিজেপি।

যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব থাকতে পারেন বলে জানা গিয়েছে। কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যেই আসতে শুরু করেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ।

   

আজ নদী পেরিয়ে নৌকায় করে মহিলাদের কলকাতামুখী হতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার পর স্থানীয় বিজেপি নেতারা দাবি করেন গত কয়েকদিন ধরেই সন্দেশখালিতে মহিলাদের ভয় দেখানো হচ্ছে। বিজেপির সভায় তাঁরা যাতে না যায় সেই কথা বলা হচ্ছে বলেও দাবি স্থানীয় নেতৃত্বের। যদিও সন্দেশখালির মানুষকে নিয়েই সভা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

সন্দেশখালির মা-বোনেদের নিয়েই এই সভা হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। আর এই সভাকে ঘিরে সন্দেশখালি জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ। বঙ্গে পা রেখেই সন্দেশখালি ইস্যুতে শাসকদলকে আক্রমণের কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, নারী দিবসের ঠিক আগেই এক মিছিল থেকে সন্দেশখালি নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। সব সন্দেশ সত্যি হয় না বলে খোঁচা দেন তিনি।এরপর সেখানকার নির্যাতিতা মহিলাদের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের ব্রিগেড। লাখ লাখ মানুষের জমায়েতের দাবি। আর সেই মঞ্চ থেকে এদিন তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে সবার।