মমতার পায়ে চোট শুনে মুচকি হাসি দিলীপের! শোনালেন গোপন কথা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্ঘটনা প্রসঙ্গে সংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “মুখ্যমন্ত্রী চোট লাগিয়ে প্লাস্টার না করলে নির্বাচনে জিততে পারবেন না। তাই এই চেষ্টা।…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্ঘটনা প্রসঙ্গে সংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “মুখ্যমন্ত্রী চোট লাগিয়ে প্লাস্টার না করলে নির্বাচনে জিততে পারবেন না। তাই এই চেষ্টা। আমরা আশা করব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন”।

Advertisements

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দলীয় প্রার্থীর প্রচার সভাতে হাজির হয়েছিলেন তিনি। দাসপুরে ব্রিজ তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রসঙ্গে কটাক্ষ করেছেন তিনি।

   

প্রসঙ্গত, মঙ্গলবার জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় পা ও কোমরে চোট পান মমতা। কলকাতায় ফিরে নিজের গাড়িতে চেপেই বিমানবন্দর থেকে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে।

হাসপাতালে ঢোকার পথে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটের আবহে হাসপাতালে ভর্তি হতে রাজি হননি তিনি।

এবার সেই চোট নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন সাংসদ। সেখান থেকেই তিনি বলেন, “চোট পেয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হোন, সেই কামনা করি। কিন্তু এই চোট লাগল কী করে? আসল চোট নাকি রাজনৈতিক চোট? বুঝতে পারছি না বারবার ভোটের আগেই কীভাবে চোট পান।”

এ প্রসঙ্গে, জয়প্রকাশ মজুমদার পাল্টা‌ জবাব দিয়ে বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও আঘাত নিয়ে আমরা কোনও মন্তব্য করি না। কিন্তু দিলীপ ঘোষ শালীনতার সীমা পেরিয়ে গিয়েছেন।”