ব্রিটানিয়া আছে বাংলাতেই! অমিত মিত্রের কথায় খুশির হাওয়া

গতকালই খবরে প্রকাশিত হয়েছিল যে বন্ধ হয়ে গিয়েছে বাঙালির প্রিয় বিস্কুটের ব্র্যান্ড ব্রিটানিয়া। জানা গিয়েছিল যে, কলকাতার তারাতলা থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে তারা। কিন্তু সেই…

amit mitra

গতকালই খবরে প্রকাশিত হয়েছিল যে বন্ধ হয়ে গিয়েছে বাঙালির প্রিয় বিস্কুটের ব্র্যান্ড ব্রিটানিয়া। জানা গিয়েছিল যে, কলকাতার তারাতলা থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে তারা। কিন্তু সেই খবরে জল ঢেলে দিলেন স্বয়ং অমিত মিত্র। মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে খুশির কথা জানালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।

Advertisements

কল্যাণের ‘বকা’ খেয়ে পালিয়ে যাওয়া কাঞ্চন এখনও ভয়েই যাচ্ছেন না উত্তরপাড়ায়?

   

মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে অমিত মিত্র বলেন, “ব্রিটানিয়ার এক্সিকিউটিভের ভাইস প্রেসিডেন্ট ঘণ্টা দুয়েক আগে বিদেশ থেকে ফোন করেছিলেন। উনি জানিয়েছেন, কারখান বন্ধ করার খবর ঠিক নয়। বাংলায় ব্রিটানিয়া কোম্পানি ছিল এবং থাকবে।”তাহলে প্রশ্ন উঠে, গতকাল কি ভুয়ো খবর রটে গিয়েছিল? এর পাল্টা অমিত মিত্র জানিয়েছেন যে, “অমিত মিত্র বলেন, “মঙ্গলবারও তারাতলায় কোম্পানির কারাখানায় ১২০০ কোটি টাকার বিস্কুট তৈরি হয়েছে। যেটা বলা হচ্ছে সেটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলা হচ্ছে।”

বিরাট সুখবর, বউবাজারের নীচ দিয়ে কবে থেকে জুড়বে শিয়ালদহ মেট্রো?

তারাতলায় অবস্থিত ১০০ বছরের পুরনো এই কারখানা সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছিলেন কর্মীদের একাংশ। তাঁরা জানিয়েছিলেন, সোমবার কাজে গিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। এরপরই কারখানার বন্ধের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সব কথায় জল ঢেলে দিলেন অমিত মিত্র। প্রসঙ্গত তারাতলায় ব্রিটানিয়া সংস্থার বড় উৎপাদনকারী সংস্থা। প্রতি বছর গড়ে ২৫০০ টনেরও বেশি বিস্কুট-সহ অন্যান্য স্ন্যাকস উৎপাদন হতো।