জ্বর উপেক্ষা করেই উত্তরবঙ্গে কর্মসূচিতে গিয়েছিলেন বিমান বসু, হাসপাতালে ভর্তি

সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু (Biman Basu) জ্বর উপেক্ষা করেই গত তিনদিন ধরে অসুস্থ অবস্থায় দক্ষিণ দিনাজপুরে দলের কর্মসূচিতে যোগ দেন। তবে, ট্রেন সফরের সময়…

Biman Basu hospital admission

short-samachar

সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু (Biman Basu) জ্বর উপেক্ষা করেই গত তিনদিন ধরে অসুস্থ অবস্থায় দক্ষিণ দিনাজপুরে দলের কর্মসূচিতে যোগ দেন। তবে, ট্রেন সফরের সময় ঠান্ডা হাওয়ায় তার অসুস্থতা আরও বাড়ে। তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাওয়ায় কলকাতায় ফিরে আসার পর তাঁকে শেক্সপিয়র সরণির একটি হাসপাতালে (hospital) ভর্তি (admission) করা হয়।

   

বিমান বসুর ফুসফুসে সংক্রমণ, রক্ত পরীক্ষা করা হবে আজঃ
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিমান বসুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। চিকিৎসকরা আজ তার রক্ত পরীক্ষা করবেন। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, গত তিনদিন ধরে জ্বর থাকায় বিমান বসুর হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

বিমান বসু হাসপাতালে ভর্তি হলেও তিনি চেয়েছিলেন আলিমুদ্দিনে চিকিৎসাঃ
হাসপাতালে ভর্তি হওয়ার আগে বিমান বসু কলকাতায় ফিরে এসে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের কার্যালয়ে চিকিৎসা নিতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করাতে বাধ্য হন। বিমান বসু দীর্ঘকাল ধরে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে থাকেন এবং সেখানে তার দৈনন্দিন জীবনযাপন হয়।

বিমান বসুর দ্রুত সুস্থতা কামনা, রাজনৈতিক মহলে উদ্বেগঃ
বিমান বসুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য নেতারা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। সিপিএম কর্মীরা এবং সমর্থকরা বিমান বসুর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। বিমান বসুর অসুস্থতা নিয়ে সবেই উৎকণ্ঠিত, তবে তার অবস্থা স্থিতিশীল হওয়ায় কিছুটা আশ্বস্ত হয়েছেন চিকিৎসকরা।