বিশেষ প্রতিবেদন: ভেতো বাঙালির অন্যতম প্রিয় পদ মাছ। আর মাছের নাম ইলিশ হয় তো আর দেখতে নেই। এবার উলুবেড়িয়ার গঙ্গায় ধরা পড়ল দু’কিলোরও বেশি সাইজের ইলিশ। জানা গেছে, বৃহস্পতিবার মৎসজীবীদের জালে ধরা পড়ে ২১০০ গ্রাম ওজনের এই ইলিশ মাছটি।
পাশাপাশি, ১৫০০ গ্রাম ওজনেরও একটি ইলিশ মাছ পরে। তাদের থেকে মাছগুলি কিনে নেন মাছ ব্যবসায়ী নেপাল পাখিরা। তাঁর দাবি, এই মরসুমে এটাই উলুবেড়িয়ার গঙ্গায় ধরা পড়া সবচেয়ে বড়ো ইলিশ। তিনি ২১০০ গ্রাম সাইজের মাছটি ৩০০০ টাকা কেজি দর হাঁকেন। ২১০০ গ্রাম সাইজের ইলিশ আসার খবরে বাজারে ভিড় বহু উৎসুক মানুষ।
হাওড়া জেলার বিভিন্ন বড় বাজারে বেশির ভাগ ইলিশ আসে ডায়মন্ডহারবার এবং দিঘা থেকে। আবার কোলাঘাট, গাদিয়াড়া, উলুবেড়িয়া প্রভৃতি এলাকায় গঙ্গা বা রূপনারায়ণ থেকে যে ইলিশ ধরা হয় তাৎক্ষণিক ভাবে সেগুলি স্থানীয় বাজারে বিক্রি হয়ে যায়। ঘটনাটক্রে যে বড় ইলিশ ধরা পড়েছে সেগুলি ধরা হয়েছে মৎসজীবীদের হাত ধরে।
এদিকে বড় ইলিশ জালে আসা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ‘‘যদিও একটা ইলিশ তবুও সেটাও গুরুত্বপূর্ণ, কারণ
স্থানীয়ভাবে বড় ইলিশ ধরা পড়ায় মনে হচ্ছে এখানে যে তাদের বড় হওয়ার বাতাবরণ তৈরি হয়েছে।” তাঁরা মনে করছেন, নানাবিধ ব্যবস্থা নেওয়া এবং প্রচারাভিযানের ফলে কিছুটা হলেও ছোট ইলিশ ধরা কমেছে। শুধু তাই নয়, মৎস্যজীবীদেরও এই ঘটনা অনুপ্রেরণা দেবে বলে তাঁরা মনে করছেন। বিশেষজ্ঞদের কথায়, ‘‘ছোট ইলিশ না ধরা হলে সেটা যদি বাড়তে থাকে তাহলে তার আকার কতটা বড় হতে পারে তা মৎস্যজীবীরা নিজের চোখে দেখতে পেলেন।’’
এর আগে ২০১৮ সালে উলুবেড়িয়ায় গঙ্গা থেকে ধরা পড়েছিল তিনটি বড় ইলিশ। একটি ইলিশের ওজন ছিল তিন কিলোগ্রাম। তারও মাসখানেক আগে গাদিয়াড়ায় রূপনারায়ণ ও গঙ্গার সঙ্গমস্থলে জেলেরা ধরেছিল দু’টি ইলিশ। একেকটির ওজন ছিল আড়াই কিলোগ্রাম করে। উলুবেড়িয়ায় ওই বড় ইলিশটি বিক্রি হয়েছিল চার হাজার টাকা প্রতি কিলোগ্রাম দরে। গাদিয়াড়ায় দু’টি ইলিশ বিক্রি হয়েছিল ২৬ হাজার টাকায়।