আমজনতার নাগালের বাইরে সোনা, মঙ্গলের দামে কাঁপছে শহরের বাজার

সোমবার দিনভর সোনার বাজারে (Gold Price) স্বস্তি ফিরেছিল। দাম সামান্য কমতেই আমজনতার মুখে হাসি ফুটেছিল। বিয়ের মরশুমে যেখানে ক্রমাগত বেড়ে চলা সোনার দামে মধ্যবিত্তের বাজেট…

Big Gold Rate Shakeup Today: 25 November Prices Across Major Cities

সোমবার দিনভর সোনার বাজারে (Gold Price) স্বস্তি ফিরেছিল। দাম সামান্য কমতেই আমজনতার মুখে হাসি ফুটেছিল। বিয়ের মরশুমে যেখানে ক্রমাগত বেড়ে চলা সোনার দামে মধ্যবিত্তের বাজেট নড়বড়ে হয়ে যাচ্ছিল, সেখানে এই সামান্য দাম পতন যেন নতুন করে আশার আলো দেখিয়েছিল। কিন্তু সেই স্বস্তির দিন বেশিক্ষণ টিকল না। মঙ্গলবার সকাল হতেই ফের বাজারে ধাক্কা দিল সোনার দাম। একলাফে দাম বেড়ে গিয়ে ক্রেতাদের কপালে ফের ভাঁজ ফেলল।

Advertisements

গত কয়েক সপ্তাহ ধরেই সোনার দামের ওঠা–নামা চলছে। কখনও দাম নিম্নমুখী, কখনও আবার একলাফে বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন অস্থিরতার প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও। সেই কারণেই টানা বেশ কিছুদিন সোনার দাম মাঝে মাঝে কমলেও স্থায়ী হয়নি পরিস্থিতি। এদিন ফের উর্ধ্বমুখী হল হলুদ ধাতুর দাম। বিশেষত বিয়ের মরশুমে যখন ক্রয়চাহিদা বাড়ে, তখন বাজারের এই অস্থিরতা ক্রেতা ও গয়না ব্যবসায়ী—উভয় পক্ষকেই চাপে ফেলছে।

   

কলকাতায় সোনার দাম

বিগত ২৪ ঘণ্টায় কলকাতায় সোনার দামে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,১৬,৪৫০ টাকা।

১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছে ১,২৭,০৪০ টাকা। এতদিন কিছুটা কম দামে সোনা কেনার আশায় ছিলেন অনেকেই, কিন্তু মঙ্গলবারের এই উর্ধ্বমুখী দাম তাঁদের পরিকল্পনায় বড় ধাক্কা দিল। বিশেষ করে যাঁদের ঘরে বিয়ে, তাঁদের অনেকের বাজেট আবার নতুন করে সাজাতে হচ্ছে।

১০ গ্রাম ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১,১৫,৫০০ টাকায়। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা-র দাম বেড়ে দাঁড়িয়েছে ১,২৫,৯৯০ টাকা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতির প্রভাব সরাসরি পড়ছে সোনার দামে। ফলে দেশের বিভিন্ন শহরে দাম বাড়ছে একই গতিতে। দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়েও সোনার দামের বৃদ্ধির ধাক্কা মিলেছে।

১০ গ্রাম ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১,১৫,৩৫০ টাকায়।

১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা-র দাম ১,২৫,৮৪০ টাকা।

 

Advertisements