সংগ্রামী মঞ্চের নেতার বিরুদ্ধে গর্ভপাত, শ্লীলতাহানির অভিযোগে কী রায় দিল হাইকোর্ট

সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্বর ঘোষের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। গত মে মাসের মাঝামাঝি সময়ে তাঁর বিরুদ্ধে জোর করে গর্ভপাত, শ্লীলতাহানী, মারধর সহ একাধিক ধারায়…

bhaskar ghosh

সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্বর ঘোষের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। গত মে মাসের মাঝামাঝি সময়ে তাঁর বিরুদ্ধে জোর করে গর্ভপাত, শ্লীলতাহানী, মারধর সহ একাধিক ধারায় পাণ্ডেবেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা বুধবার তাঁকে রক্ষাকবচ দিল। তবে পুলিশ তাঁর নিয়ম অনুসারে তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে আদালত।

১৬ মে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি স্মারকলিপি প্রদানের কর্মসূচি উপলক্ষে হাজির ছিল সংগ্রামী যৌথ মঞ্চও। সেই একটি কর্মসূচি ঘিরে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ ওঠে ভাস্করের বিরুদ্ধে। সেখানে তাঁর বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। অভিযোগ, সেই সময় দু’পক্ষের ঠেলাঠেলিতে পড়ে গিয়ে গর্ভপাত হয়ে যায় এক মহিলার। থানায় অভিযোগ জানানো হয়।

   

Advertisements

প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত। শুধু তাই নয় অভিযোগের ধরণ নিয়েও প্রশ্ন তোলে আদালত। সংগ্রামী মঞ্চের এক নেতা দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়। তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করতে হবে ভাস্করকে। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News