প্রতিশ্রুতি এলেও বিনিয়োগ আসছে না রাজ্যে। বিরোধীদের এমন অভিযোগ ও চরম বাস্তব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ বাড়িয়েছে। পরপর তিনবার সরকার গড়ার পর বিনিয়োগকারীদের মন পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস সরকার। করোনা সংকট কারণে দু’বছর বন্ধ থাকার পর বুধবার থেকে দু’দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022) শুরু হচ্ছে।
বুধবার দুপুরে নিউটাউনের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলনের সূচনা করবেন। পশ্চিমবঙ্গকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন। এমনই দাবি রাজ্য সরকারের।
বিজিবিএস সম্মেলনে তাজপুর সমুদ্র বন্দর, দেউচা পাঁচামি কয়লা ভান্ডার, সিলিকন ভ্যালির মত বিভিন্ন প্রস্তাবিত প্রকল্পগুলিকে সম্ভাব্য বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হবে। রাজ্য এবং দেশের নামজাদা বিভিন্ন শিল্প সংস্থা ছাড়াও ৪০ টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন।
এদিকে বীরভূমের মহম্মদ বাজারের অন্তর্গত দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প নিয়ে বিতর্কের পর বিতর্ক। জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আদিবাসী বিক্ষোভের জেরে উত্তেজনা চরমে। সরকারি কর্মী ও টিএমসি নেতাদের তাড়া করার ভিডিও ভাইরাল হওয়ায় সরকার আরও বিব্রত। বাণিজ্য সম্নেলনে দেউচা পাঁচামি কাঁটা খচখচ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
অভিযোগ, যারা জমি দিয়েছেন তারা অনেকেই ক্ষতিপূরণ অর্থ পাননি। এ নিয়ে স্থানীয়স্তরে তীব্র ক্ষোভ চলছে। তবে দেউচা পাঁচামির জমি দিতে অনিচ্ছুক আদিবাসীদের সংখ্যা বেশি। ফলে এই কয়লা খনি প্রকল্প নিয়ে জটিলতা, বিতর্ক বিনিয়োগকারীদের নজরে আছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চ থেকে সেটিও লক্ষনীয়।
সেজে উঠেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। ১৪টি দেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, কেনিয়া থেকে শিল্প প্রতিনিধিরা আসবেন।