ভিনরাজ্যে আক্রান্ত বাঙালি! প্রতিবাদে পথে বাংলার হিন্দিভাষীরা

ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ এবং তাদের উপরে অকথ্য নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে সম্প্রতি। শুধু বাঙালি…

Protests in Bengal

ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ এবং তাদের উপরে অকথ্য নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে সম্প্রতি। শুধু বাঙালি শ্রমিক নয় বাংলা ভাষার অবমাননা এবং বাংলাভাষাকে বাংলাদেশী ভাষা বলে দাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বাংলার রাজনৈতিক পরিস্থিতি।

কিন্তু এর মাঝেই দেখা গেল বৈচিত্রের মাঝে ঐক্যের এক জ্বলন্ত উদাহরণ। উত্তর ২৪ পরগনার গারুলিয়া পৌরসভার হিন্দিভাষী জনতা পায়ে পা মেলালেন এই বাংলা ও বাঙালি নিগ্রহের প্রতিবাদে। রবিবারের বিকেলে গারুলিয়া হিন্দি ভাষাভাষী সমাজ ও গারুলিয়া অবাঙ্গালী সমাজের পক্ষ থেকে ভিনরাজ্যে ঘটে যাওয়া বাঙালি নির্যাতনের বিরুদ্ধে আজ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ।

   

মিছিল শুরু হয় গারুলিয়ার রত্নেশ্বর ঘাট সংলগ্ন ডানবার কুলি লাইন থেকে এবং গারুলিয়া এলাকা প্রদক্ষিণ করে। গারুলিয়া এলাকার বেশিরভাগই অবাঙালি অধ্যুষিত এবং এই মিছিলে পা মিলিয়ে তারা এক অনন্য নজির গড়েছেন। যেখানে বাংলার বাইরে অবাঙালিরা ক্রমাগত বাঙালিদের উপর অত্যাচার করছেন এবং বাংলাভাষাকে অপমান করছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৈপরীত্য সত্যি কুর্নিশের দাবি রাখে।

এই মিছিলে হিন্দিতে স্লোগান লেখা ‘দিদিকে হাত হামলোগোকে সাথ।’ সুতরাং এটা বলা অত্যুক্তি হবেনা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে ভাষা আন্দোলন শুরু করেছেন তাতে বাঙালিদের পাশাপাশি হিন্দিভাষী মানুষরাও সমর্থন জানাচ্ছেন। যদিও এই ভাষা আন্দোলন নিয়ে সম্প্রতি বিতর্ক তুঙ্গে ওঠে।

Advertisements

ধর্মতলায় মেয়ে রোডে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল আদালতের অনুমতি অনুসারে শনি এবং রবিতেই শুধুমাত্র এই ভাষা আন্দোলনের অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে এই মঞ্চ খুলে ফেলে তারা।

হাওড়ায় কুতুব মিনারের চেয়েও উঁচু ওয়াচ টাওয়ার! কী কী চমক থাকছে সেখানে?

ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীকে কাঠগাড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। পরে অবশ্য স্থির হয় পাশেই রানি রাসমনি অভ্যেনুতে এই মঞ্চ করা হবে এবং বিধানসভা নির্বাচনের আগে অব্দি এই আন্দোলন চলবে। তবে যাইহোক গারুলিয়ার হিন্দিভাষীরা যেভাবে স্বতন্ত্র ভাবে বাংলা ভাষা এবং বাঙালিদের জন্য পথে নেমেছেন এবং বাঙালি পরিযায়ী শ্রমিক নিগ্রহের প্রতিবাদ জানাচ্ছেন তাতে সমাজমাধ্যমে সিংহভাগ মানুষই তাদের কুর্নিশ জানিয়েছেন এবং বিশেষ করে বাঙালিরা জানিয়েছেন সাধুবাদ।