লন্ডন সফরে যাওয়ার আগে প্রশাসন-মন্ত্রীদের নিয়ে টাস্ক ফোর্স গঠন মমতার

Mamata Banerjee: লন্ডন সফরে যাওয়ার আগে রাজ্যের প্রশাসনিক কাজের দেখাশোনা করার জন্য টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ মার্চ যাবেন এবং…

Mamata Banerjee

Mamata Banerjee: লন্ডন সফরে যাওয়ার আগে রাজ্যের প্রশাসনিক কাজের দেখাশোনা করার জন্য টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ মার্চ যাবেন এবং ফিরবেন ২৯ মার্চ। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন মুখ্যসচিব মনোজ পন্থ।

এই আট দিনের রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখভালের জন্য প্রশাসন এবং মন্ত্রীদের জন্য পৃথক-পৃথক টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্স গঠন করে বুঝিয়ে দেন কার কী দায়িত্ব। বিশেষ পরিস্থিতিতে কার কোন দায়িত্ব হবে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।

   

নবান্নে সাংবাদিক বৈঠক করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে ২০২৩ এ শেষ বিদেশ গিয়েছিলেন তিনি এবং এবারের সফরও খুব ছোট। তিনি বলেন, “যাতায়াতে ২টো দিন পুরোপুরি লাগবে। একদিন রবিবার আছে। চারদিন মাত্র প্রোগ্রাম। চারদিনের মধ্যে আমাদের ইন্ডিয়া অ্যাম্বাসির অনুষ্ঠান রয়েছে, বিজনেস মিটিং রয়েছে, ২৪ তারিখ ইন্ডিয়া হাই কমিশনে অনুষ্ঠান রয়েছে। ২৫ তারিখ বিজিবিএসের অনুষ্ঠান, ২৬ তারিখ জিটুজি-র অনুষ্ঠান, ২৭ তারিখে অক্সফোর্ডে অনুষ্ঠান রয়েছে। ২৮ তারিখ ফেরত আসব।”

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের প্রশাসনিক বিষয়গুলো দেখার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দিচ্ছেন। তিনি বলেন যে আধিকারিকদের মধ্যে রয়েছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, পুলিশকর্তাদের মধ্যে রয়েছেন রাজীব কুমার ও মনোজ ভর্মা।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এখানকার অফিসারদের সঙ্গে সবসময়েই যোগাযোগ রাখি। আমার সঙ্গে চিফ সেক্রেটারি যাচ্ছেন, আমাদের ফোন সবসময়ই খোলা থাকবে। যে কোনও সময়েই যোগাযোগ করা যাবে। তবে আমি কয়েকজন অফিসারকে নিয়ে একটা স্পেশ্যাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। তাঁরাই আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, যদি কোনও প্রয়োজন হয়। তাঁরা প্রত্যেকদিন মনিটারিং করবে। জেলা-ব্লকগুলোকে দেখে রাখবে।”

পাঁচজন মন্ত্রীকে নিয়ে মন্ত্রীদের জন্য একটি টাক্স ফোর্স গঠন করে মুখ্যমন্ত্রী। এই টাস্ক ফোর্সে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী বলেন, “মন্ত্রীদের ক্ষেত্রেও, আমাদের অনুপস্থিতিতে চার-পাঁচ জন মন্ত্রী নবান্নে বসবেন। তাঁরা এই অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে কথা বলবেন, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে।”