Assam: পুলিশের গুলিতে মৃত বাঙালি, প্রতিবাদ বাংলাপক্ষের

নিউজ ডেস্ক: ‘অবৈধ দখলদার’ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল অসমের দরং জেলা। পুলিসের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাল্টা গুলি চালায়…

নিউজ ডেস্ক: ‘অবৈধ দখলদার’ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল অসমের দরং জেলা। পুলিসের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাল্টা গুলি চালায় অসম পুলিস (Assam)। ওই ঘটনায় মৃত্যু হয় মইনুল হক নামের এক বাঙালি যুবকের। ঘটনায় গোহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। 

আরও পড়ুন #BharatBandah: ত্রিপুরায় বনধে সফল মানিক, বাংলায় বিফল সূর্য-সেলিম

   

পরে একটি একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, মাটিতে পড়ে থাকা ওই ব্যক্তির (মৃত) উপর লাফাচ্ছেন অসম পুলিশের এক চিত্রগ্রাহক। পরে অবশ্য ওই চিত্রগ্রাহককে গ্রেফতার করা হয়েছে। এবার ওই ঘটনার প্রতিবাদে পথে নামল বাংলাপক্ষ।

বাঙালি হত্যার বিরুদ্ধে প্রতিবাদে ইতিমধ্যেই তারা সাড়া বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাপক্ষের সদস্যরা। গান্ধী জন্ম জয়ন্তীতেও উত্তর ২৪ পরগনা জেলার চিনার পার্ক সংলগ্ন সলুয়া বাজারে একটি পথসভা ও প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন শীর্ষ পরিষদের সদস্য অমিত সেন ও উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায়, জেলা কমিটির সদস্য সায়ন মিত্র এবং অন্যান্য সদস্যরা। কর্মসূচিটি পালন করা হয় সলুয়া বাজারে অবস্থিত ভারতীয় সেনার আসাম রেজিমেন্টের ট্রানজিট শিবিরের সামনে। উক্ত সভা থেকে তারা বাঙালি হত্যার বিরুদ্ধে সুবিচার চেয়ে আওয়াজ তোলে।