বিদ্যাসাগরের জন্মদিনেই জাতীয় শিক্ষক দিবসের দাবি বাংলাপক্ষের

কলকাতা ২৬ সেপ্টেম্বর: ভারতবাসী ৫ সেপ্টেম্বর তারিখটিকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে জানে (Banglapokkho)। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশ্ববিখ্যাত দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনেই আপামর ভারতবাসী শিক্ষক…

Banglapokkho demand

কলকাতা ২৬ সেপ্টেম্বর: ভারতবাসী ৫ সেপ্টেম্বর তারিখটিকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে জানে (Banglapokkho)। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশ্ববিখ্যাত দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনেই আপামর ভারতবাসী শিক্ষক দিবস পালন করে থাকে। কিন্তু রাধাকৃষ্ণন এখন অতীত বাংলাপক্ষের দাবি এবার থেকে জাতীয় শিক্ষক দিবস হোক ২৬ সেপ্টেম্বর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন।

Advertisements

বাংলাপক্ষের দাবি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা নৈতিকতার পরিপন্থী। বাংলাপক্ষের অভিযোগ রাধাকৃষ্ণন তার গবেষণার থিসিস নিজে লেখেননি বরং তিনি বাঙালি দার্শনিক যদুনাথ সিংহের গবেষণা পত্র চুরি করেছিলেন। তারপর সেই গবেষণাপত্র বই আকারে বেরলে রাধাকৃষ্ণনের নামে মামলা করেন যদুনাথ। বাংলাপক্ষ আরও অভিযোগ করেছে এই মামলায় মধ্যস্ততা করেছিলেন স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলাপক্ষের দাবি ৫ সেপ্টেম্বর তারিখটি আদতে শিক্ষক দিবস নয় বরং রাষ্ট্রীয় চোর দিবস।

   

উল্টোদিকে বীরসিংহের সিংহ হৃদয় বিদ্যাসাগর তিনি ছিলেন সমাজ সংস্কারক। শুধু বাংলা নয় সারা ভারতে বিধবা বিবাহ আইন সিদ্ধ করেছিলেন। করেছিলেন সমাজ সংস্কার। নারীশিক্ষায় তার অগ্রণী ভূমিকার কথাও আজ ভারতীয় স্মৃতিতে অমলিন। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে বিদ্যাসাগর কোনোদিনই তেমন সম্মান পাননি ভারতের বুকে। তাই বাংলাপক্ষ দাবি করেছে ৫ সেপ্টেম্বর নয় বাংলার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস হওয়া উচিত। বাংলাপক্ষের সম্পাদক কৌশিক মাইতি বলেন বাংলার সন্তান বিদ্যাসাগরের জন্মদিনই জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত।

পরীক্ষার গাফিলতি, প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ BJP-রাজ্যে

কৌশিক তার এক্সহ্যান্ডেলে বলেছেন বিদ্যাসাগরের আলো, ঘরে ঘরে জ্বালো। অর্থাৎ বাংলাপক্ষ তার অবস্থান স্পষ্ট করে বলেছে প্রত্যেক ভারতবাসীর নিজের ভুল ভেঙে বেরিয়ে আসা উচিত এবং ৫ সেপ্টেম্বরের বদলে ২৬ সেপ্টেম্বরকেই জাতীয় শিক্ষকদিবস হিসেবে পালন করা উচিত। বাংলাপক্ষের এই দাবিতে সোচ্চার হয়েছে বাংলার মানুষ এবং তারা প্রতিক্রিয়া স্বরূপ বলেছে বাংলার মনীষী বিদ্যাসাগরকে কেন্দ্র কোনো সম্মান দেয়নি। তারা বাংলা বিরোধী এবং অমিত শাহের নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা এখনও মানুষের মনে অমলিন। তাই বাঙালির কাছে ২৬ সেপ্টেম্বরই হয়ে উচিত শিক্ষক দিবস।