Bangladeshi Man: ভিন ধর্মে বিয়ে বাঁচাতে ভুয়ো বোমাতঙ্ক, গ্রেফতার নজরুল ইসলাম

Date:

Share post:

একটা মিথ্যা ঢাকতে আরেকটা মিথ্যা। এভাবে একের পর এক মিথ্যা। শেষমেশ চরম পরিণতি। দিল্লি পুলিশের জালে বাংলাদেশি যুবক (Bangladeshi Man)। কলকাতার হোটেল থেকে গ্রেফতার নজরুল ইসলাম।

Advertisements

বিমানে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে নজরুল ইসলামের বিরুদ্ধে। বোমাতঙ্কের তদন্তে কলকাতায় আসে দিল্লি পুলিশের বিশেষ দল। মধ্য কলকাতার এক হোটেল থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি যুবক নজরুলকে। পুলিশের দাবি, তারপরেই প্রকাশ্যে আসে তার নানা কীর্তি।

Advertisements

ঘটনার সূত্রপাত, বছর পাঁচেক আগে। তখনও করোনার উপদ্রব শুরু হয়নি। বাংলাদেশ থেকে ভারতে আসেন নজরুল ইসলাম। লেখাপড়া করতে। ভরতি হন পঞ্চাবের এক প্রতিষ্ঠানে। এক তরুণীর সঙ্গে আলাপ হয়। তারপর প্রেম। কিন্তু মেয়েটি মুসলিম নয়। পুলিশের দাবি, এই সমস্যা মেটাতে শুরু হয় নজরুলের মিথ্য়ার খেলা।

পুলিশ সূত্রে খবর, প্রেমিকাকে নজরুল জানায় যে সে আমেরিকায় গবেষণার সুযোগ পেয়েছে। এই মিথ্যাকে সামনে রেখে তরুণীকে নজরুল বোঝায় যে দু’জনে আমেরিকায় চলে গেলে তাঁর খ্রিষ্টান ও নজরুলের মুসলিম পরিচয় নিয়ে সমস্যা হবে না। এই গল্পে ভুলিয়ে তরুণীকে বিয়ে করে নজরুল। বিয়ের আগে বাংলাদেশ থেকে প্রচুর টাকা নয়ছয় করে ভারতে আসে। তারপর বিয়ে। বিয়ের পর কলকাতার হোটেলে থাকতে শুরু করে নজরুল।

ওদিকে দিল্লি থেকে সদ্য বিবাহিতা স্ত্রী বার বার জানতে চান কবে তাঁরা আমেরিকা যাবেন। এরপর শুরু আবার মিথ্য়ার খেলা। নজরুল দাবি করে, কৃষক আন্দোলনের জন্য় বিমান পেতে দেরি হচ্ছে। এই তত্ত্বেই চলে টালবাহানা। কথায় কথায় তরুণী জানতে পারেন যে তাঁর স্বামী ভারতেই আছে। কলকাতায়। বিস্তারিত খোঁজ নিতে কলকাতায় তাঁর ভাইকে পাঠান।

শ্যালকের আসার খবর পেয়ে নতুন ছক কষেন নজরুল। উড়ান সংখ্যা জেনে মেল করেন দিল্লি বিমানবন্দরে। জানান, উড়ানে বোমা রাখা আছে। বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়। ভুয়ো বোমাতঙ্ক বুঝতে পেরে তদন্ত শুরু করে পুলিশ। মেল এবং ওয়াইফাইয়ের সূত্র ধরে কলকাতার যোগ মেলে। লালবাজারের সাহায্য়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

spot_img

Related articles

পুলিশি অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ গ্যাংস্টার

রাঁচি: রাঁচির বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলাকালীন দুইটি পৃথক বন্দুকবন্দুকের ঘটনায় পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার (Gangsters) করা হয়েছে। পুলিশের...

জম্মু-কাশ্মীর: রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা এনসি, বিজেপি-র

জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের রাজ্যসভার (J&K Rajya Sabha Polls) চারটি আসনের জন্য সোমবার মনোনয়নপত্র জমা দিল...

ইন্দোনেশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে ড্র করল ভারতীয় ফুটবল দল

সূচি অনুযায়ী আজ জাকার্তার স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল (India U23 vs Indonesia)।...

নৈহাটির বড়মার পুজো কবে, জানুন পূর্ণ সময়সূচি

নৈহাটি: বড়মার পুজো (Naihati Baroma Puja 2025) মানেই এক অদ্ভুত ভক্তিমূলক উন্মাদনা। প্রতিবছর দীপান্বিতা অমাবস্যার দিনে নৈহাটির গঙ্গার...