কলকাতা: আবারও জাল পরিচয় দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরার চেষ্টার অভিযোগ উঠল বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। কলকাতা বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) মঙ্গলবার গ্রেপ্তার করা হল এক বাংলাদেশি যুবককে, যিনি ভারতীয় পরিচয় ব্যবহার করে জার্মানি যাওয়ার পরিকল্পনা করেছিলেন (Bangladeshi arrested Kolkata airport)।
সূত্রের খবর, অভিযুক্তের কাছে ভারতীয় পাসপোর্ট থাকলেও, ইমিগ্রেশন কাউন্টারে জেরা চলাকালীন বেরিয়ে আসে তাঁর আসল পরিচয়, তিনি বাংলাদেশি নাগরিক। চাঞ্চল্য ছড়ায় তখনই, যখন কর্তৃপক্ষের হাতে আসে তাঁর আসল পাসপোর্ট, যা কিনা বাংলাদেশের। দুই পাসপোর্টে দুই নাম: ভারতীয় পাসপোর্টে তাঁর নাম লেখা হয়েছে ‘পরেশ রায়’, অথচ বাংলাদেশের পাসপোর্টে তাঁর পরিচয় ‘শ্রমিক বড়ুয়া’ নামে।
বিস্তারিত জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না দিতে পারায় তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দরের NSCBI থানার পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।
এই ঘটনায় নতুন করে উঠে এল আন্তর্জাতিক ফ্লাইট ব্যবস্থায় পাসপোর্ট জালিয়াতি ও পরিচয় লুকিয়ে বিদেশ পাড়ি দেওয়ার চক্রের প্রশ্ন। এবং এই ঘটনাটি নিছক ব্যতিক্রম নয়।
সূত্র অনুযায়ী, এর আগে গত ২৮ জুলাই কলকাতা বিমানবন্দর থেকেই একই ধরনের অপরাধে ধরা পড়ে দুই বাংলাদেশি নাগরিক-চয়ন বড়ুয়া ও বাবলা বড়ুয়া। পর্যটক ভিসায় ২০১৭-১৮ সালে ভারতে এসে নাম বদলে মহারাষ্ট্রে নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল তারা। উদ্দেশ্য ছিল ভিয়েতনাম পালানো।
তারও আগে, কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে এক বাংলাদেশি যুবক ধরা পড়ে ভুয়ো পাসপোর্ট-সহ। এমনকি এক বাংলাদেশি নাগরিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের কাচ ভেঙে অনুপ্রবেশেরও চেষ্টা করেছিলেন।
পরপর এই ধরনের ঘটনায় কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক নিরাপত্তা এবং অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা ফের প্রশ্নের মুখে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের জালিয়াতি রুখতে আরও কড়া নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রয়োজন।