Indian Army: সেনায় বাঙালি রেজিমেন্টের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলা পক্ষ’র

ভারতীয় সেনায় (Indian Army) বাঙালি রেজিমেন্ট চাই, সেই মর্মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-কে চিঠি লিখল…

Indian Army: সেনায় বাঙালি রেজিমেন্টের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলা পক্ষ'র

ভারতীয় সেনায় (Indian Army) বাঙালি রেজিমেন্ট চাই, সেই মর্মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-কে চিঠি লিখল বাংলা পক্ষ। রেজিমেন্টের দাবিতে রবিবার এই চিঠি লেখে বাংলা পক্ষ। শনিবার ট্যুইটার ক্যাম্পনও হয়েছিল। সেখানে হ্যাসট্যাগ ছিল-#Bengali_Regiment_in_Indian_Army। এরপর প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে এই দাবিতে চিঠি দেওয়া হল।

শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয় সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকেও চিঠি দিয়েছে বাংলা পক্ষ। চিঠিতে বাংলা পক্ষর তরফ থেকে দাবি করা হয়েছে, ‘ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। ভারতীয় সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ দেওয়া হোক। বাংলার সরকার দিল্লির যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে এই দাবি জানাক। এই ঘোষণা হলে তবেই বীর সুভাষ চন্দ্র বসু ও অসংখ্য বাঙালি বিপ্লবীদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে।’

   

শুধু তাই নয়, গতকাল বাংলা পক্ষ থেকে টুইট করে বলা হয়, বাংলা থেকে বাঙালির ভোটে জেতা বিজেপি সাংসদ সৌমিত্র খানকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট গঠন নিয়ে, ভারতীয় সেনায় ভর্তি পরীক্ষা হিন্দির মত কেন বাংলায় হবে না, তাই নিয়ে তার নিজের দলের সরকারকে বাংলার জনপ্রতিনিধি হিসেবে চাপ দিতে। উত্তরে তৃণমূল-বিজেপি করে এড়ালেন।

Advertisements

এছাড়া এদিন গোটা রাজ্য জুড়ে মহাসমারোহে বীর সুভাষের ১২৫ তম জন্মজয়ন্তী পালন করছে বাংলা পক্ষ। নানা জেলায় ট্যাবলো এবং শোভাযাত্রা হয়েছে।