পরীক্ষার্থীদের বাংলার কোটায় ‘ভুয়ো’ পশ্চিমবঙ্গবাসী অভিযোগে সরব বাংলা পক্ষ

 CRPF ভবনে SSC General Duty পদের চাকরী প্রার্থীদের নিয়ে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ। এই স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে সংগঠনের তরফে জাল ডোমেসাইল সার্টিফিকেট দিয়ে…

 CRPF ভবনে SSC General Duty পদের চাকরী প্রার্থীদের নিয়ে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ। এই স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে সংগঠনের তরফে জাল ডোমেসাইল সার্টিফিকেট দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় এমন পরীক্ষার্থী দের বাংলার কোটায় চাকরির পরীক্ষার বিষয়ে CRPF কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

অভিযোগ করা হয়, পশ্চিমবঙ্গের ছয় হাজার চাকরির মধ্যে প্রায় ৪৫০০ টি চাকরি জাল ডোমিসাইলের মাধ্যমে হয়েছে। এই নিয়ে চাকরী প্রার্থীরা আন্দোলন চালাচ্ছে। সেই আন্দোলনে সম্মতি জানিয়ে বাংলা পক্ষ গত ১২ জুলাই কলকাতার নিজাম প্যালেসে SSC দপ্তরে বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি জমা দিয়েছিল।

   

প্রতিনিধি দলের তরফে কর্তৃপক্ষকে জানানো হয় এই সমস্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন প্রকট ঠিক তেমনই আসাম, ত্রিপুরা , উড়িষ্যা প্রভৃতি রাজ্যেও জটিল আকার ধারণ করেছে। আদালত এই বিষয়ে সেই রাজ্যের সি আই ডি-কে তদন্ত করার আদেশ দিয়েছে।

প্রতিনিধিদল কর্তৃপক্ষকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলার পরীক্ষার বিষয়টি বাধ্যতামূলক করার কথা বলেন। বাংলা পক্ষ-র তরফ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে।