Saturday, December 6, 2025
HomeWest BengalKolkata Cityরেশন দুর্নীতি মামলায় প্রথম জামিন মঞ্জুর, বিরাট স্বস্তি বাকিবুর-শঙ্কর আঢ্যদের

রেশন দুর্নীতি মামলায় প্রথম জামিন মঞ্জুর, বিরাট স্বস্তি বাকিবুর-শঙ্কর আঢ্যদের

- Advertisement -

রেশন দুর্নীতি-কাণ্ডে ইডির মামলায় গ্রেফতার হওয়া চালকল মালিক বাকিবুর রহমান জামিন পেলেন। পাশাপাশি তৃণমূল নেতা শংকর আঢ্য ও বিশ্বজিৎ দাসেরও জামিন মঞ্জুর হয়েছে। পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অভিযুক্তরা। আগামিকালই এঁদের জেলমুক্তি হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisements

মঙ্গলবার দুপুরে ইডির মামলায় বাকিবুর, সঙ্কর আঢ্য ও বিশ্বজিৎদের জামিন মঞ্জুর করে ব্যাঙ্কশাল কোর্ট। ইডি উপযুক্ত প্রমাণ দিতে পারেনি বলেই এই তিনজনের জামিন মঞ্জুর করেছে আদালত। যা নিয়ে রেশন দুর্নীতিকাণ্ডের মামলায় প্রশ্নের মুখে ইডির ভূমিকা।

   

বিজেপির ডাকা বুধবারের বনধ রুখতে মরিয়া নবান্ন, জারি গুচ্ছ নির্দেশিকা

রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে গতবছর প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। তাঁকে জেরা করে পাওয়া তথ্য ও নথির উপর ভিত্তি করে পরবর্তীতে গ্রেফতার করা হয় বিশ্বজিৎ দাস, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বনগাঁর প্রাক্তন তৃণমূলি পুরপ্রধান শংকর আঢ্যকে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালায় ইডি। মঙ্গলবার ধৃতদের তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যথাযথ প্রমাণ ছাড়া কোনও মামলায় কাউকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। এদিন আদালতে সেই প্রসঙ্গ ওঠে। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইডি রেশন দুর্নীতিতে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি। দুর্নীতির টাকা ব্যবসায় ব্যবহার করা হয়েছে বলেও প্রমাণ মেলেনি। সেই কারণেই এদিন মঞ্জুর করা হয়েছে জামিন।

আন্দোলন চলুক কিন্তু রাজনীতি যেন না হয়, নবান্ন অভিযানে নজর রেখে আর্তি নির্যাতিতার পরিবারের

 

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular