এসএসসি নিয়োগ দুর্নীতির নানা মামলার মধ্যে অন্যতম গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । দীর্ঘ দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে থাকা এই প্রাক্তন মন্ত্রীকে মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে জামিন দেয়। তবে এই জামিন পাওয়া সত্ত্বেও পার্থর এখনই জেল থেকে মুক্তি পাওয়া হচ্ছে না। কারণ এখনও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হাইকোর্টে ঝুলে রয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের সঙ্গে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তদন্তকারীদের ডাকা হলে তাঁকে হাজিরা দিতে হবে, পাশাপাশি প্রমাণ বা সাক্ষ্যে হস্তক্ষেপ করতে পারবেন না। আদালতের দেওয়া এই শর্তগুলি মেনে চললেই তাঁর জামিন কার্যকর হবে।
পার্থ চট্টোপাধ্যায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম মুখ্য সদস্য। দীর্ঘদিন শিক্ষা দফতরের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ে এসএসসি নিয়োগ নিয়ে একের পর এক অভিযোগ ওঠে। বিশেষ করে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে বিপুল দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। সিবিআই ও ইডি—দু’টি সংস্থা মিলে তদন্ত শুরু করে। তদন্তের সূত্রে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। গ্রুপ সি মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে তাঁর বিরুদ্ধে শুনানি শেষ হলেও রায়দান এখনও স্থগিত। তাই কার্যত এই মামলার কারণে তিনি এখনও কারাগারেই থাকবেন। আইনি মহলের মতে, হাইকোর্টের রায় তাঁর পক্ষে না হলে বা জামিন না মেললে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি মিলবে না।