Baguiati Double Murder: ড্রাগসের নেশা করত অতনু-অভিষেক: সৌগত রায়

বাগুইআটিতে জোড়া খুনের (BaguiatI Double Murder) ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব সমস্ত বিরোধী দলগুলি। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত…

Baguiati Double Murder: ড্রাগসের নেশা করত অতনু-অভিষেক: সৌগত রায়

বাগুইআটিতে জোড়া খুনের (BaguiatI Double Murder) ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব সমস্ত বিরোধী দলগুলি। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Saugata Roy)। তাঁর বক্তব্য, ড্রাগসের নেশা করত অতনু-অভিষেক।

তৃণমূল সাংসদের বক্তব্য, একটা ছেলে বাইক কেনার জন্য ৫০ হাজার টাকা পায় কোথা থেকে? ওদের বাড়ি গিয়েছিলাম। বাবা-মা দুঃখ করছে। একটা ছেলে, ১৬ বছর বয়স। সে এন ১০ ট্যাবলেট খেত। বাইক কেনার জন্য কীভাবে পঞ্চাশ হাজার টাকা পায়!

   

তিনি বলেন, আমি হলে তো ছেলেকে দিতে পারতাম না। ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাইছি যেসব ছেলে বিপথে যাচ্ছে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসুক। ছেলেরা এমন কিছু না করুক যাতে তাদের বাবা-মাকে লজ্জায় পড়তে হয়। সব ছেলে মেয়েরাই যেন মানুষের মত মানুষ হোক, সেই আশীর্বাদই করব।

Advertisements

গত ২২ আগস্ট নিখোঁজ হয়ে যায় বাগুইআটির দুই স্কুল পড়ুয়া অতনু দে ও অভিষেক নস্কর। অভিযোগ, অতনুর এক বন্ধুর কাছে প্রথম মুক্তিপণের জন্য হুমকি মেসেজ আসে ২৪ অগাস্ট। সেখানে এরপর সেপ্টেম্বরের ৩ তারিখ অতনুর বাবার কাছে মেসেজ আসে। মেসেজে বলা হয়, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিয়ে নিতে। ২৫ অগাস্ট হাড়োয়ায় অভিষেকের দেহ উদ্ধার হয়েছে। তারপরে সেই দেহ উদ্ধারের কথা জানিয়ে থানায় থানায় বার্তা দেওয়া হয়। কিন্তু তার আগে, ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর দেহ উদ্ধার হয়।

এই ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের অফিসাররা। জানা গিয়েছে, সত্যেন্দ্রর বিরুদ্ধে একাধিক মন্তব্যের কারণেই খুন করা হয়েছে তাদেরকে। মৃত অভিষেক ও অতনুর পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতৃত্ব। পুলিশের অসহযোগিতার অভিযোগ আইসি ও এসআইকে সাসপেণ্ড করা হয়েছে।