Sandeshkhali: কলকাতা প্রেসক্লাবে সভা করে বাদশা-দেবদূতদের প্রতিবাদ

সম্প্রতি সন্দেশখালিতে (Sandeshkhali) ঘুরে এসেছেন অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ সহ আরও অনেকে। এই অপ্রীতিকর পরিস্থিতিতে সেখানকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা। গতকাল কলকাতা…

Badsha Maitra, Debdut Ghosh reactions about sandeshkhali

সম্প্রতি সন্দেশখালিতে (Sandeshkhali) ঘুরে এসেছেন অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ সহ আরও অনেকে। এই অপ্রীতিকর পরিস্থিতিতে সেখানকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা। গতকাল কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তারা। বোঝাই যাচ্ছে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে বহুদূর জল গড়াচ্ছে।

সন্দেশখালি থেকে ঘুরে আসার পর, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে পর নিজেদের অভিজ্ঞতা কথা জানিয়েছেন, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধী, জয়রাজ ভট্টাচার্য, মন্দাক্রান্তা সেন প্রমুখরা। সবারই মুখে শাসকদলের কঠোর সমালোচনা শোনা গিয়েছে।

   

বাদশা মৈত্র বলেন, ‘যা ঘটেছে সেটা দেখার পর কোনও মানুষ সন্দেশখালির মহিলাদের সঙ্গে সমব্যথী না হয়ে পারেন না। তারা যে কোনও দলের রাজনৈতিক কর্মী হতে পারেন– তৃণমূল কংগ্রেস হতে পারেন, বিজেপি হতে পারেন, কংগ্রেস হতে পারেন, সিপিআই হতে পারে, বামপন্থী যে কোনও দল হতে পারেন– সবাই ওই মহিলাদের মুখে কোলাদের মার শব্দটা শুনেছে। মহিলারা যখন এমন কথা বলতে পারেন তাহলে বুঝবেন সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।’

অভিনেতা দেবদূত ঘোষের কথায়, ‘সন্দেশখালির মহিলাদের মূল রোজগার ১০০ দিনের কাজ। কারও অ্যাকাউন্টে কাজের টাকা বাবদ যদি ১০ হাজার টাকা ঢোকে তাহলে দেখা যাচ্ছে ৫০০ টাকা রেখে সাড়ে ৯ হাজার টাকাই শাসকদলের প্রতিনিধিকে দিয়ে দিতে হবে। এই অবস্থায় মহিলারা চালাতে পারছিলেন না।’

পরিস্থিতির চাপ সামলাতে না পেরেই মহিলারা রাস্তায় নেমেছেন– এমনই মত ওয়াকিবহল মহলের একাংশের। প্রেসক্লাবে বিদ্বজ্জনেদের একাংশের সভার পর ২৪ ঘণ্টা না-পেরোতেই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান।