Loksabha election 2024:ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম! ভোট দেওয়া হল না বাবুনের

ভোটার তালিকা থেকেই উধাও হয়ে গেল বাবুন বন্দ্যোপাধ্যায়ের নাম! খোদ মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম গায়েব হল গেল ভোটার তালিকা থেকে! তাও আবার পঞ্চম দফা লোকসভা ভোটের…

babun banerjee

short-samachar

ভোটার তালিকা থেকেই উধাও হয়ে গেল বাবুন বন্দ্যোপাধ্যায়ের নাম! খোদ মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম গায়েব হল গেল ভোটার তালিকা থেকে! তাও আবার পঞ্চম দফা লোকসভা ভোটের দিনই এমনই তাজ্জব ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে তিনি ভোট দিতে গিয়ে দেখেন ভোটগ্রহণ কেন্দ্রে থাকা ভোটার লিস্টে তাঁর নাম নেই! হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটার তিনি। ভোট দিতে গিয়েওছিলেন তিনি। কিন্তু তালিকা দেখে অবাক হয়ে যান বাবুন। তাঁর নামের ওপর লেখা ‘ডিলিটেড’। তাই ভোটই দেওয়া হল না তাঁর।

   

প্রসঙ্গত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন! সেইবার বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চা হয়েছিল যে তিনি নাকি দলবদল করতে পারেন। তবে সেইসব ব্যাপারে জল ঢেলে তিনি ঘরের ছেলে হয়ে ঘরেই থেকে গিয়েছিলেন। এইবার তাঁরই নাম কাটা পড়ল ভোটার লিস্ট থেকে। মধ্য হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি। ২০২২ সাল থেকে এই কেন্দ্রের ভোটার হয়েছেন বাবুন।

জানা গিয়েছে যে এই ঘটনার পরেই তিনি অনলাইনে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন ইতিমধ্যেই। তিনি আরও বলেন, ‘হাওড়া ভোটারদের জন্য আমার খারাপ লাগছে। নাগরিক হিসেবে আমার ভোট দেওয়াটা জরুরি ছিল।’ এছাড়াও হাওড়ার এসডিও সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।