মোহ কাটল? ঘাসফুল ছেড়ে ফের হাত ধরছেন প্রণব পুত্র অভিজিৎ

ঘাসফুল ছেড়ে ফের একবার কংগ্রেস শিবিরে নাম লেখাতে ইচ্ছে প্রকাশ করলেন কংগ্রেস পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। শুধু তাই নয়, জানা গিয়েছে যে দিল্লি গিয়ে কংগ্রেসের হাইকম্যান্ডের…

avijit mukhopadhay

ঘাসফুল ছেড়ে ফের একবার কংগ্রেস শিবিরে নাম লেখাতে ইচ্ছে প্রকাশ করলেন কংগ্রেস পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। শুধু তাই নয়, জানা গিয়েছে যে দিল্লি গিয়ে কংগ্রেসের হাইকম্যান্ডের সঙ্গে দেখা করে এসেছেন বলে খবর। লোকসভা ভোটের সময় প্রায় নিষ্ক্রিয় ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ। শুধু তাই নয়, কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে এসেও ঘাসফুল তাঁকে সেইভাবে ব্যবহার করেনি বলেও তিনি নাকি দুঃখ প্রকাশ করেছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, গত কয়েক বছরে তৃণমূলে সেভাবে সক্রিয় ছিলেন না তিনি। তাঁর অনুগামীরা এখন তৃণমূল থাকলেও কংগ্রেসে ফিরতে চাইছেন। তাছাড়া গত কয়েক বছরে লাগাতার যেভাবে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে, তাতে তৃণমূল থাকা আর সম্ভব নয়।

   

অভিজিৎ মুখোপাধ্যায় একটা সময় কংগ্রেসের সাংসদ ছিলেন। প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ২০১৪ সালে ফের জঙ্গিপুর থেকে সাংসদ হন। কিন্তু ২০১৯ সালে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন অভিজিৎ। তার পর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যান। ২০২১ সালের জুলাই মাসে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে । কিন্তু রাজ্যের শাসকদলও সেভাবে ব্যবহার করেনি তাঁকে। অভিজিৎকে লোকসভা বা বিধানসভা কোনও নির্বাচনেই প্রার্থী করা হয়নি।

লোকসভা ভোটের পরবর্তী সময়ে অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেসে ফেরা কি বিশেষ তাৎপর্যের বিষয় হবে নাকি একটি সাধারণ ঘটনার মতো এই বিষয়টি সবকিছুর অন্তরালে ঢাকা পড়ে যাবে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। প্রণববাবুর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন। তাই অভিজিৎবাবুকে ফলে ফেরাতে আপত্তি করার কথা না হাইকম্যান্ডের। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আপত্তি জানায় কিনা সেটাই দেখার।