ভোট শেষ হওয়ার পরেই ‘ছুটি’ অভিষেকের! রাজনীতি থেকে কি সরে দাঁড়ালেন তিনি?

লোকসভা ভোটে লেটার মার্কস নিয়ে পাশ করেছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, দিল্লিতে নিজেদের উনত্রিশ জন সাংসদকে পাঠাতে প্রস্তুত মমতা শিবির। তবে এহেন পরিস্থিতিতে দলের…

TMC's 'Commander' Abhishek Banerjee

লোকসভা ভোটে লেটার মার্কস নিয়ে পাশ করেছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, দিল্লিতে নিজেদের উনত্রিশ জন সাংসদকে পাঠাতে প্রস্তুত মমতা শিবির। তবে এহেন পরিস্থিতিতে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ বিরতি চাইলেন। কিন্তু তিনি হঠাৎ বিরতি কেন চাইলেন? বুধবার তাঁর সমাজমাধ্যমের করা পোস্টে প্রথমে জল্পনা শুরু হলেও জানা গিয়েছে যে কিছু স্বাস্থ্য সম্পর্কিত কারণে তিনি আগামী কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকবেন।

   

ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির থেকে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন অভিষেক। এই রেকর্ড মার্জিনে জয়ের পরে কি তিনি ক্লান্ত হয়ে পড়েছেন? তাঁর দীর্ঘ এক্স পোস্ট থেকে কিছুটা সেই বিষয়ে আন্দাজ করা গেলেও তিনি যে সাময়িক বিরতি চাইছেন, সেটা সম্পূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত কারণে সেই নিয়ে ধোঁয়াশা নেই। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে গতবছর এই সময়ে তিনি নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন যার ফলে তিনি সাধারণ মানুষের খুব কাছে চলে আসেন এবং তাঁদের সমস্যার কথা বুঝতে পারেন।

শুধু তাই নয়, রাজ্যের বকেয়া নিয়ে আন্দোলন এবং আবাস যোজনার কথাও তিনি উল্লেখ করেছেন এই পোস্টে। শুধু তাই নয় ২০২৪ সালের লোকসভা ভোট তৃণমূলকে ভরসা রাখার জন্য মানুষকে ধন্যবাদ দিয়েছেন তিনি। তবে শেষে তিনি উল্লেখ করেন যে স্বাস্থ্য সম্পর্কিত কারণে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন, তবে ঠিক কী কারণে এই বিরতি সেই নিয়ে কিছু জানা যায়নি।