হাঁটুর বয়সী দেবাংশুর কাছে পিছিয়ে মনমরা ‘ভগবান’ অভিজিৎ

অষ্টাদশ লোকসভা ভোটের গণনা শুরু হতেই চমকে দেওয়ার মতো পূর্বাভাস পাওয়া গিয়েছে।প্রায় সব এক্সিট পোলকে পিছনে ফেলে এনডিএ জোটের খুব কাছকাছি আসতে চলেছে ইন্ডিয়া জোট।…

debanshu-avijit

অষ্টাদশ লোকসভা ভোটের গণনা শুরু হতেই চমকে দেওয়ার মতো পূর্বাভাস পাওয়া গিয়েছে।প্রায় সব এক্সিট পোলকে পিছনে ফেলে এনডিএ জোটের খুব কাছকাছি আসতে চলেছে ইন্ডিয়া জোট। পাশাপাশি বাংলায় চমকপ্রদ ফল করতে চলেছে ঘাসফুল শিবির। এই মুহূর্তে বাংলায় প্রায় ৩২টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে প্রায় ৯টি কেন্দ্রে এগিয়ে বিজেপি এবং একটি কেন্দ্রে কংগ্রেস। এই আহবে সবচেয়ে চর্চিত কেন্দ্র তমলুক। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাঁর বিপরীতে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত এই লোকসভা ভোটে সবচেয়ে কম বয়সী প্রার্থী তৃণমূলের এই যুব নেতা। কিন্তু ভোটের দিন সকালে সেই হাঁটুর বয়সী দেবাংশুর থেকে কিছু ভোটে এগিয়ে থাকলেও বেলা গড়াতেই পিছিয়ে পড়লেন ‘ভগবান’ অভিজিৎ।

প্রাথমিক ট্রেন্ডে দেবাংশু এগিয়ে যাওয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যকে বললেন, “আমার কিচ্ছু মনে হচ্ছে না। আমি পুরোপুরি ফ্রি মাইন্ডে। ভারতে কী খবর, সে সম্পর্কেও স্পষ্ট কোনও ধারণা নেই। ” প্রসঙ্গত জয়ের ব্যাপারে মন্তব্য করতে চাইলেন না অভিজিৎ। তাঁকে এইদিন ক্যামেরার সামনে বেশ মনমরা লাগছিল।

   

নির্বাচনের আগে থেকেই বারবার তমলুক উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, সেদিনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। যার জল হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তবে তমলুক আরও একটি বিষয়ে শিরোনামে আসে। কারণ এই তমলুক থেকেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, ইভিএম কারচুপির। তবে এই গণনা প্রথম তিন ঘণ্টার। এই ফলাফল যে কোনও সময়ে পরিবর্তন হতে পারে।