কলকাতার পারদ ৪২ ছুঁইছুঁই। তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করেছে আবহওয়া দপ্তর। শিশু এবং বয়স্কদের এই রোদে বাইরে বেরোতে বারণ করেছে প্রশাসন। কিন্তু এই রোদে অনেক পশুই আচমকা অসুস্থ হয়ে পড়ে মারা যাচ্ছে। শনিবার এমনই একটি ঘটনা ঘটল তিলোত্তমার বুকে। ময়দানে একটি ঘোড়াকে মৃতপ্রায় অবস্থায় দেখে ছুটে এলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল চৈতালি চট্টোপাধ্যায়। অসুস্থ ঘোড়াকে কোনও রকমে প্রাণে বাঁচালেন ।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে, সকালে হাইকোর্টে যাচ্ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায়। ময়দান এলাকায় হঠাৎ দেখতে পেলেন এক অসুস্থ ঘোড়াকে। প্রথমে দেখে তাঁর সন্দেহ জাগে। ঘোড়াটিকে কেন এইভাবে বসে আছে? ঘোড়াটির বসার ভঙ্গি অনেকটা অসুস্থ হয়ে মৃতপ্রায় হওয়ার মতো ছিল। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে এলেন। কী হয়েছে খোঁজখবর শুরু করলেন। বোঝা গেল তীব্র গরমেই অসুস্থ হয়ে পড়েছে ঘোড়াটি। জানা গিয়েছে যে ঘোড়াটির মালিক তাঁকে রোদে বেঁধে রেখে অন্যত্র কাজে গিয়েছিলেন। ঘোড়াটির ছায়াতে আসার চেষ্টা করেও পারেনি কারণ তার গলায় দড়ি বাঁধা ছিল।
ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তাঁরা ঘোড়ার মালিকের খোঁজ করতে শুরু করে। পুলিশ ঘোড়াটিতে হাসপাতালে নিয়ে যায়।জানা যায় ঘোড়াটির পিঠে একটা ক্ষত আছে। তবে ঘোড়াটির মালিক জানিয়েছে সে সুস্থ আছে, তার চিকিৎসার বিশেষ প্রয়োজন নেই। তবে এই গরমে শহরের পশুদের প্রতি আর একটু মানবিক হওয়ার আবেদন জানান চৈতালী চট্টোপাধ্যায়।