পুজো শুরুতেই জুলুমবাজি অটোচালকদের, নেওয়া হচ্ছে চারগুণ ভাড়া, হয়রানির মুখে যাত্রীরা

পুজো শুরুতেই জুলুমবাজি অটোচালকদের (Auto drivers)। অটোর ভাড়া দিতে গিয়ে হচ্ছে পকেট ফাঁকা। ১৫ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৫০ টাকা পর্যন্ত। শোভাবাজার-হাতিবাগান, উল্টোডাঙা-আহিরীটোলা, উল্টোডাঙা-বাগুইআটির মতো…

Mumbai CNG Supply Disrupted, Public Transport Services Hit Temporarily

পুজো শুরুতেই জুলুমবাজি অটোচালকদের (Auto drivers)। অটোর ভাড়া দিতে গিয়ে হচ্ছে পকেট ফাঁকা। ১৫ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৫০ টাকা পর্যন্ত। শোভাবাজার-হাতিবাগান, উল্টোডাঙা-আহিরীটোলা, উল্টোডাঙা-বাগুইআটির মতো বেশকিছু রুটে ভাড়ার নামে কার্যত জুলুমবাজি চালাচ্ছেন অটোচালকরা।এমনই অভিযোগ তুলছেন যাত্রীরা। শুধু তাই নয়, কাটা রুটে দ্রুত গতিতে ছুটছে অটো। শোভাবাজার থেকে হাতিবাগান যে রুটে ভাড়া ১০ টাকা সেই ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা। যেমন খুশি ভাড়া নেওয়ার কথা যাত্রীরা বললে চালকদের তরফ থেকে মিলছে তিরস্কার। উঠলে উঠুন নাহলে আসুন সাফ, জানাচ্ছেন অটো চালকরা। মহালয়ার পর থেকেই শহরের বেশ কয়েকটি রুটে এই একই ছবি। চরম হয়রানির শিকার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

Advertisements

দ্বিতীয়ার সন্ধ্যায় উল্টোডাঙা-আহিরীটোলা রুটে অটোর সংখ্যা ছিল খুব কম। হাতেগোনা যে কটি অটো চলছিলো তাতে ভাড়া প্রায় ৫ গুন। ফলে উল্টোডাঙা থেকে শোভাবাজার যাওয়ার জন্য অফিস যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হয়। এক যাত্রীর কথায় অটোর সংখ্যা কম থাকার কারন কাটা রুটে অটো চালাচ্ছেন বহু অটো চালক। যার ফলে একাধিক রুটে কমেছে অটো বেড়েছে ৪ থেকে ৫ গুন ভাড়া।

   

শনিবার বিকালে বান্ধবীকে নিয়ে ঠাকুর দেখতে এসছিল এক কলেজ পড়ুয়া, তার কথায় যে টাকা নিয়ে সে ঠাকুর দেখতে বেরিয়ে ছিল তার অর্ধেক টাকাই অটো ভাড়া দিয়ে খরচ হয়ে গিয়েছে তাঁর। ফলে বান্ধবীকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাবে তার উপায় নেই। একই অবস্থার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে।

ইতিমধ্যে এই হয়রানির অভিযোগ জমা পড়েছে রাজ্য পরিবহন দফতরে। তবে অটো চালকদের সাফাই পুজোয় তাদের বোনাস হয় না, তাই অতিরিক্ত ভাড়া। যাত্রীদের পাল্টা প্রশ্ন, ৪ থেকে ৫ গুন টাকা বোনাস কেউ পায় না তাহলে অটোর ভাড়া ৫ গুন হবে কেন? যদিও এই ঘটনায় পরিবহন দফতরের তরফে কোন আধিকারিকই মুখ খুলতে রাজি নন।

Advertisements