ট্যাংরা-পানাগড়ের রেশ কাটতে না কটাতেই, খাস কলকাতায় (Kolkata) আবারও ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার সকালে কুমারটুলি ঘাটে (Kumartuli Ghat) এক ট্রলিব্যাগ (Trolley Bag) থেকে মৃতদেহ উদ্ধার হয় (Body Recovery), যার মধ্যে ছিল এক মুন্ডহীন দেহ বলে দাবি স্থানীয়দের। ট্রলিব্যাগটি হাতে থাকা দুই মহিলার আচরণ দেখে সন্দেহ করেন স্থানীয়রা। তারা লক্ষ্য করেন, ওই মহিলারা কুমোরটুলি ঘাটে দেহের টুকরো ফেলার চেষ্টা করছিল। এর পরই স্থানীয়রা তাদের হাতে ধরে ফেলেন।
স্থানীয়দের দাবি, ট্রলিব্যাগের মধ্যে ছিল, মহিলার খণ্ডিত দেহ। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই মহিলাকে আটক করে। ধৃতরা দাবি করেন, ট্রলিব্যাগে এক সারমেয়র মৃতদেহ রয়েছে। তবে স্থানীয়রা তাদের দাবি অস্বীকার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই মহিলা ট্যাক্সি করে প্রিন্সেপ ঘাট সহ একাধিক জায়গায় গিয়েছিল। তাদের থেকে ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযুক্ত মা ফাল্গুনী ঘোষ ও মেয়ে আরতি ঘোষ জেরায় স্বীকার করেছেন যে তাঁরা পিসিশাশুড়ির দেহ ট্রলিতে ভরে গঙ্গায় ফেলার চেষ্টা করেছিলেন। মধ্যমগ্রামে ভাড়াবাড়িতে থাকতেন এই মা-মেয়ে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৃদ্ধা পিসিশাশুড়িকে মধ্যমগ্রামেই হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত আড়াই বছর ধরে মধ্যমগ্রাম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বেশপল্লি এলাকায় ভাড়া থাকতেন ফাল্গুনী ও আরতি। কয়েক দিন আগে এক বৃদ্ধাকে ভাড়াবাড়িতে ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তিনি ফাল্গুনীর পিসিশাশুড়ি, তা তাঁরা জানতেন না।
স্থানীয়দের অভিযোগ, রাতে প্রায়ই অচেনা লোকজন আসতেন ফাল্গুনী ও আরতির বাড়িতে। এক প্রতিবেশীর কথায়, “কয়েক দিন আগে রাতে এক মহিলা ওই ভাড়াবাড়িতে যাচ্ছিলেন। কুকুরের চেঁচামেচিতে আমি তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিই।” তবে মা-মেয়ে যে এমন ঘটনায় জড়িত, তা কেউ জানতেন না।
মঙ্গলবার সকালে পুলিশ ভাড়াবাড়িতে এলে স্থানীয়রা ঘটনার কথা জানতে পারেন। স্থানীয়রা জানান প্রতিবেশীদের সঙ্গে মা-মেয়ের সম্পর্ক ঠিক ছিল না। প্রায়ই ঝামেলা হত। একবার কাউন্সিলরকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। তাঁদের আসল বাড়ি কোথায়, তা স্থানীয়রা জানেন না।
তবে স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, সোমবার সকালে ট্রলি ব্যাগ নিয়ে দু’জনকে ভাড়াবাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল। বিকেলে মা-মেয়ে বেরিয়ে যান। ইতিমধ্যেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।