অবশেষে কলকাতায় পড়ল বরফ, কোথায় কোথায় ঘটল এমন অবিশ্বাস্য ঘটনা?

Kolkata people to feel magic of snowfall
Artificial intelligence made Kolkata people to feel magic of snowfall

আজ ফেসবুকে কলকাতায় (Kolkata) বরফ পড়ার ছবি ভাইরাল।
দাঁড়ান।! মনে মনে ফোমো ফিল করার কিছু নেই। ছবিগুলো কল্পিত, এডিটেড। ঐ ‘যদি হতো…’ টাইপের। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কাজ।
অন্যান্য শহরের মতো কলকাতায় দূষণের জন্য ঠাণ্ডা খুব কম অনুভব হয় । গত তিনদিন ঠাণ্ডা বেশি হতে কলকাতায় তবু অনুভব হচ্ছে। তাই কলকাতাবাসীর এত আনন্দ। ফেসবুকে উজ্জাপিত হচ্ছে। হোক হোক। এভাবেই মন ভালো করার রসদ খুঁজে নিতে হবে বৈকি।

আমরাও কয়েকদিনের অতিথি শীতের এই হিমেল পরশ, যতটা পারি উপভোগ করে নিই। তারপর তো সেই গরমের সঙ্গেই ঘরকন্না করতে হবে!

   

স্মরণজিৎ চক্রবর্তী যেমন তাঁর জোনাকিদের বাড়িতে লিখেছিলেন, “কলকাতায় বরফ পড়ে না কেন? সাদা তুলোর মতো, নরম, হালকা বরফ কেন নেমে আসে না কলকাতায়? ভিক্টোরিয়ার পরির পাখনায় বেশ বরফ জমে থাকবে! শহিদ মিনারের মাথায় জমে থাকবে সাদা ফেনার বরফ! মেট্রো থেকে বেরিয়েই মানুষজনের পা ডুবে যাবে ফুটপাথের পাশে জমে থাকা বরফে! ট্রাফিক পুলিশের হেলমেটের মাথায়, স্কুলফেরতা বাচ্চাদের পিঠের ব্যাগের ওপর, সবুজ – হলুদ অটোর ছাদে বা সার্দান অ্যাভিনিউয়ের গাছপালার গায়ে চুড়ো করে জমে থাকবে বরফ!

লাল নীল ক্রেয়নের মতো উলের জামাকাপড় পরে মানুষজন জমা হবে রাস্তায়! আর আকাশের দিকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করবে ছোট্ট বাচ্চার গালের মতো তুলতুলে বরফ কুচি! ইস্, কলকাতায় বরফ পড়লে কী ভালোই যে হত! কেন যে বরফ পড়ে না! যা-যা হলে ভালো হয়, ভাল হত, কেন যে সেসব কিছু হয় না!” সেই জগৎ আজ সোশ্যাল মাধ্যমে আর্টিফিসিয়ালি সত্যি

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন