কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সদ্যই জামিনে ছাড়া পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাঁর৷ হারিয়েছেন মাকে৷ এরই মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ শেষ কতেই অসুস্থ বোধ করেন তিনি। (arpita mukherjee admitted hospital)
কী হয়েছে অর্পিতা? arpita mukherjee admitted hospital
হাসপাতাল সূত্রে খবর, পেটের সংক্রমণ রয়েছে অর্পিতার৷ তবে আপাতত তিনি স্থিতিশীল৷ মায়ের শ্রাদ্ধের কাজ মিটতেই পেটে ব্যথা অনুভব করেন তিনি৷ দেরী না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
প্যারোলে জামিন arpita mukherjee admitted hospital
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অর্পিতার ফ্ল্যাট থেকে নোটের পাহাড় উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হন তিনি৷ তাঁর পর থেকেই অলিপুর সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি৷ বহুবার মায়ের অসুস্থতাকে হাতিয়ার করে জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী৷ তবে তাঁকে জামিন দেওয়া হয়নি৷ মায়ের মৃত্যুর পর গত ২০ নভেম্বর প্যারোলে ছাড়া পান অর্পিতা। পরশু দিন ছিল পারলৌকিক ক্রিয়া৷ শ্রাদ্ধের কাজ শেষ হতেই অসুস্থ হতে পড়েন তিনি৷
শর্তসাপেক্ষে মুক্তি
ইতিমধ্যে ইডির বিশেষ আদালতে অর্তিপার জামিন চেয়ে আবেদন জানিয়েছেন৷ সেই আবেদনের বিরোধিতা করেছে ইডি৷ গত ২৫ নভেম্বর ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে একাধিক শর্তে অর্পিতাকে জামিন দেয় বিশেষ ইডি আদালত। কলকাতা ছেড়ে বাইরে বেরতে পারবেন না অভিনেত্রী৷ তাঁর পাসপোর্ট জমা রাখা হয়েছে৷ সময় মতো তদন্তকারী অফিসারদের সঙ্গেও দেখা করতে হবে তাঁকে৷ অর্পিতার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টিও জানানো হয়েছে আদালতে৷
Kolkata City: Recently bailed Arpita Mukherjee, faces health issues amid her mother’s recent passing. Admitted to a private hospital with abdominal infection, she was previously imprisoned in a corruption case.