প্রত্যাশা মতোই লোকসভা নির্বাচনে (Loksabha election 202) ব্যারাকপুরে বিজেপির টিকিট পেলেন অর্জুন সিং। আর টিকিট পেয়েই তিনি হুঙ্কার দিলেন, ” এক লাখ বেশী ভোটে জিতব।” প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আর তখনই অনফিশিয়াকি ঘোষণা করেন যে তিনিই ব্যারাকপুর ভোটে লড়বেন। রবিবার রাতে তাঁর সেই কথাই শিলমোহর দিল বিজেপি।
এইদিন তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ” কে পার্থ ভৌমিক? তিনি কোনওদিন কারুর কিছু ভাল করেননি।” একটু থেমে তিনি আরও বলেন, ” এবার আরও বড় ব্যবধানে জিতব।” উল্লেখ্য তাঁকে ঘাসফুল শিবির টিকিট না দিতেই তিনি আবার ফিরে যান বিজেপিতে। দিল্লিতে গিয়ে ঘটা করে যোগদান করেন এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।
সেই একই ঘটনার পুনরাবৃত্তি করলেন তিনি, ২০১৯ সালেও তাঁকে লোকসভার টিকিট না দেওয়ার অভিযোগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বিধানসভা ভোটের পরে ঘরে ফিরে এসেও বেশীদিন থাকতে পারলেন না। আবার বিজেপিতে গিয়ে জয়ী হয়ে আসার ইঙ্গিতও দিলেন।
এইদিন সাংবাদিকের সামনে তিনি বেশ খোশমেজাজে উত্তর দেন। তাঁকে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখা যায়। তার মুখে, সাদা জামায় গেরুয়া আবিরের প্রলেপ ছিল। যেন তিনি এখনই জয়ী হয়ে গেছেন। তবে দেখার বিষয় তাঁর এই হাসি শেষ অবধি থাকে কিনা।