Loksabha election 2024:আমডাঙায় আহত বিজেপি কর্মী! অর্জুনের হুঁশিয়ারি আমভাঙার বিধায়ককে

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে বিগত ২০ মে। তবুও ভোটের উত্তাপে ফুটছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। আমডাঙায় দুই বিজেপি কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে আক্রান্তের ঘটনায়…

Arjun-Singh

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে বিগত ২০ মে। তবুও ভোটের উত্তাপে ফুটছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। আমডাঙায় দুই বিজেপি কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে আক্রান্তের ঘটনায় ফুঁসে উঠলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। সূত্র মারফৎ জানা গিয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের দিনই আক্রান্ত হন দুই বিজেপি কর্মী। গত বুধবার সেই দুই কর্মীর বাড়িতে গেলেন বিজেপির অর্জুন সিং। শুধু তাই নয়, তাঁদের বাড়ি গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন অর্জুন সিং। তিনি সংবাদমাধ্যমের সামনে আমডাঙার বিধায়ককেও হুঁশিয়ারি দিলেন।

জানা গিয়েছে যে আমডাঙার মরিচা পঞ্চায়েতের অন্তর্গত কুন্দপাড়া এলাকায় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরও জানা গিয়েছে ৪৮ ঘণ্টা কেটে গেল এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারিনি আমডাঙা থানার পুলিশ। বুধবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে তাঁদের বাড়িতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। পাশাপাশি তিনি বলেন,বিজেপি কর্মীদের এইভাবে আক্রমণ করলেন,বিধায়ক রফিকুর রহমান ছাড় পাবেন না। ‘রাস্তায় বেরোলে ঘেরাও’ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

   

এইবার লোকসভা কেন্দ্রের অন্যতম আলোচিত জায়গা ব্যারাকপুর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী পার্থ এবং অর্জুনের দ্বন্দ্ব পুরোনো। এই লোকসভা ভোটে কে জিতবেন সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে এর মধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অর্জুন। ভোট গণনার দিন হতে পারে গণ্ডগোল! শুধু তাই নয়, তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর এবং পৌরপিতারা ভোট গ্রহণের দিন ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে! এই আশঙ্কা করছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। তিনি ভয় পাচ্ছেন যে সেইদিন ব্যারাকপুরের কিছু অঞ্চলে গণ্ডগোল বাঁধাতে পারে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, ইচ্ছাকৃত গণ্ডগোল করে ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে তৃণমূল, এই সম্ভবনা থাকতে পারে বলে মনে করছেন অর্জুন সিং। সেই মর্মে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আগেভাগে সতর্ক করতে চাইছেন। বুধবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক রাকেশ কুমার প্রজাপতিকে চিঠি দিয়েছেন তিনি।