বিতর্ক উস্কে দিলেন অর্জুন! শ্যামাপ্রসাদের পরেই রাখলেন শুভেন্দুকে

বুধবার থেকে ঘরে বাইরে প্রবল বিতর্কের মুখে শুভেন্দু অধিকারী। কিন্তু এই আবহে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু দাঁড়ালেনই না, তাঁর দরাজ…

suvndu adhikari

বুধবার থেকে ঘরে বাইরে প্রবল বিতর্কের মুখে শুভেন্দু অধিকারী। কিন্তু এই আবহে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু দাঁড়ালেনই না, তাঁর দরাজ প্রশংসা করলেন তিনি। তিনি এই ঘটনায় শুভেন্দুকে ২০০% সমর্থন করছেন বলে উল্লেখ করেছেন। এখানেই শেষ নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরেই এমন এক ‘দাপুটে’ হিন্দুকে দেখছেন বলে জানিয়েছেন।

সংরক্ষণ বিল: পিছু হটল সিদ্দারামাইয়া সরকার, কী এই বিল? কেন এত বিতর্ক?

   

প্রসঙ্গত ঘটনার সূত্রপাত বুধবার। গতকাল বিজেপির রাজ্য কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু বলেন, “আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সব কা সাথ সবকা বিকাশ। এই কথা আর বলব না, বলব যো হামারি সাথ হাম উনকা সাথ। সবকা সাথ সবকা বিকাশ বনধ্ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা।” এই বক্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। এই বক্তব্যের পরেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বক্তব্যের বিরোধীতা করেন।

মমতার কড়া সিদ্ধান্তেই জোগান বাড়িয়ে সস্তা হচ্ছে আলু ?

তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন, “আমি ২০০ শতাংশ সমর্থন করছি। শুভেন্দু অধিকারী তো সঠিক কথাই বলেছেন। কেন্দ্র সরকার কোনও বিভেদ করেনি কখনও। সকলকে একভাবে সাহায্য করে। কিন্তু সাহায্য করার পর দেখছি কেউ কেউ ফিলিস্তিনি ঝান্ডা লাগাচ্ছে। সংসদে ‘জয় প্যালেস্টাইন’ বলছে।” এখানেই শেষ নয়, তাঁর আরও বক্তব্য, ” অর্জুনের কথায়, “আমরা শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখিনি, যিনি বাংলাকে বাঁচিয়েছিলেন। তবে তাঁর পর প্রথম কোনও বাঙালি হিন্দু সাহস করে বাংলার সঠিক অবস্থা নিয়ে বললেন।”
তিনি শুভেন্দু অধিকারীকে বাঘের বাচ্চা বলে উল্লেখ করে বলেছেন, ” আমি বাঙালি হিন্দু হিসাবে ২০০ শতাংশ শুভেন্দু অধিকারীকে সমর্থন করছি। বাংলাকে বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর পথে এগোতে হবে। বাংলাকে বুঝতে হবে। অত লিবারেল হলে আপনারা বাঁচতে পারবেন না।”

Advertisements