জগদ্দল গুলিকাণ্ডে অর্জুনের ‘শক্তিশেল’! হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে অভিযোগ

জগদ্দলের মেঘনা মিল এলাকায় সংঘটিত অশান্তি এবং গুলিকাণ্ড নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে পুলিশ বিভিন্ন সময়ে তলব এবং জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায়…

Arjun Singh Summoned to Police Station in Connection with Jagatdal Incident

জগদ্দলের মেঘনা মিল এলাকায় সংঘটিত অশান্তি এবং গুলিকাণ্ড নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে পুলিশ বিভিন্ন সময়ে তলব এবং জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় অর্জুন সিং অভিযোগ করছেন, বিরোধী দলের নেতা হওয়ায় পুলিশ তাঁকে মিথ্যে মামলায় বারবার হেনস্তা করছে। পুলিশ তার বিরুদ্ধে যে ধরণের আচরণ করছে, তা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন এবং হাই কোর্টে মামলা দায়ের করেছেন।

এটি ঘটেছে বুধবার রাতে, যখন মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। তাঁর উপস্থিতির পরই অশান্তি আরও বেড়ে যায় এবং গুলি চলার ঘটনা ঘটে। এ বিষয়ে অর্জুন সিং দাবি করেন, তিনি নিজে মজদুর ভবনে ছিলেন এবং আচমকা ২ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তার পরপরই তিনি তার কয়েকজন সহযোগী নিয়ে মেঘনা মোড়ের দিকে ছুটে যান। অর্জুন সিং জানান, তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়েছিল। এ ঘটনায় এক যুবক আহত হন এবং পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।

   

এই ঘটনার পর জগদ্দল থানার পুলিশ তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার দু’বার অর্জুন সিংকে থানায় আসতে ডেকে পাঠায়। তবে তিনি থানায় হাজির না হয়ে একে একে এসব তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। অর্জুন সিংয়ের অভিযোগ, বিরোধী দলের নেতা হওয়ায় পুলিশ তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করছে এবং মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা করছে। এর পরেই বৃহস্পতিবার বিকেলে পুলিশ মজদুর ভবনে গিয়ে সিংয়ের কাছে জিজ্ঞাসাবাদ করে।

Advertisements

এ ঘটনায় আরও এক পদক্ষেপ হিসেবে, শুক্রবার সকালে অর্জুন সিংকে থানায় হাজির হওয়ার জন্য আবার নোটিস পাঠানো হয়। তবে শোনা যাচ্ছে, ওই দিনই অর্জুন সিং ব্যক্তিগত কাজের জন্য ভিনরাজ্যে চলে গিয়েছে।